বাড়ি বাড়ি জিনিসপত্র পৌঁছে দিতে জুড়ি টেক দুনিয়ার এই খুদে সদস্যের, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সোস্যাল ডিস্টেন্স মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু সামাজিক জীব মানুষের পক্ষে সোস্যাল ডিস্টেন্স মেনে চলা বেশ সমস্যার। ব্রিটেনের শহর মিল্টন কেনে সেই সমস্যাকেই সমাধান করে চলেছে একরত্তি রোবট।

   

https://www.instagram.com/tv/B2zbqzoFYrU/?igshid=1s4gjre2jxtzw

সংস্থার ভাগ করে নেওয়া এক ভিডিও থেকে জানা যাচ্ছে, প্রাপ্ত বয়স্ক সাধারণ একজন মানুষের হাঁটুর উচ্চতার ছয় চাকার এই রোবটগুলি গত দুবছর ধরেই পরিষেবা দিয়ে আসছে। লকডাউন পরিস্থিতিতে সেই চাহিদা অনেকটাই বেড়েছে৷ এন এইচ এস কর্মীদের জিনিসপত্র সাপ্লাই করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়েছে এই খুদে রোবট।

https://www.instagram.com/tv/B_X6X-7lQKT/?igshid=m2v3mpm10wpn

https://www.instagram.com/p/B-2ZbCYFtUB/?igshid=1hsw5ob0ycirc

রোবটগুলির অ্যান্টেনার মতো দেখতে অংশ আছে, যেখানে একটি ছোট লাল পতাকা রয়েছে। যাতে তাদের চিহ্নিত করা সহজ হয়। তারা বেশ কয়েকটি ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বোতল ধারণ করার পক্ষেও করতে যথেষ্ট বড়।

https://www.instagram.com/p/B-DD8Xal8Vh/?igshid=19dkaxi6ww878

https://www.instagram.com/p/B-FpVdGlFQN/?igshid=1t2ioz40zlwzt

এই ডেলিভারি সংস্থা স্টারশিপ ক্রমবর্ধমান চাহিদার কারনে ইতিমধ্যে মিল্টন কেনে শহরে তার ডেলিভারি রোবটগুলি দ্বিগুণ করে 70 টি করেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে ২৩ মার্চ থেকে চলা লকডাউনে ইতিমধ্যেই তারা 100,000 ডেলিভারি সম্পন্ন করেছে।

https://youtu.be/V1oG66fX2_4

 

সম্পর্কিত খবর