চিনা বাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এক মহিলা, অভিনব প্রতিবাদ উদ্বেগ বাড়াচ্ছে খোদ জিনপিংয়ের

বাংলাহান্ট ডেস্ক : বাঁধ ভেঙেছে সাধারণ মানুষের। সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন লাখ-লাখ চিনা নাগরিক। সবাই চাইছেন পদত্যাগ করুক শাসক। কিন্তু এরই মধ্যে দেখা গেল আরেক প্রতিবাদী ছবি। এক মহিলা বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলেন সরকারি নিরাপত্তা বাহিনীর সামনে। চিনের নতুন করোনা নীতি নিয়ে সে দেশের জনগণের মধ্যে বহুদিন ধরে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। চিন সরকারের ‘ জিরো কোভিড নীতি ‘ এর বিরুদ্ধে সরাসরি সংঘাতে গেছে সে দেশের মানুষ।

সাম্প্রতিককালে চিনে এই ধরনের আন্দোলন খুব একটা চোখে পড়েনি। প্রায় তিন দশক আগে তিয়েনআনমেন স্কোয়ারে শেষবার সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নেমেছিল সাধারণ মানুষ। এতগুলো বছর পর ফের একবার সে দেশের যুবসমাজ সরকারের বিরুদ্ধে নেমে এসেছে পথে।
আটের দশকের শেষ দিকে মাও সে তুং এর পরবর্তীতে চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে উঠতে শুরু করে দুর্নীতির অভিযোগ।

সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থারও। সামাজিক সাম্য, সংবাদপত্রের স্বাধীনতা, গণতান্ত্রিক সংস্কারসহ একাধিক দাবি নিয়ে ১৯৮৯ সালের এপ্রিল মাসে চিনের সাধারণ মানুষ পথে নামেন সরকারের বিরুদ্ধে। ৪ জুন তিয়েনআনমেন স্কোয়ারে আন্দোলনে জমা হওয়া ১০ লক্ষ মানুষের উপর ট্যাংক দিয়ে নির্বিচারে গুলি চালায় চিনের সরকার।

তিয়েনআনমেন স্কোয়ারে আন্দোলনের সেই সময় যেন ফিরে এসেছে ২০২২ -এ। করোনা মহামারীর অজুহাতে চিন সরকার ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চিনের সাধারণ মানুষ লকডাউন নয়, চাইছেন কাজ। তাই তারা নেমে এসেছেন পথে। এই আন্দোলনের মধ্যেই এবার দেখা গেল একটি অন্যরকম চিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

সেই ক্লিপে দেখা যাচ্ছে চিনের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন সাদা পোশাক পরিহিতা এক মহিলা। যদিও এরপর দেখা যায় সেই মহিলাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারধর করে সেই জায়গা থেকে হটিয়ে দিতে চেষ্টা করছেন। তবুও শত সহস্র আন্দোলনের স্লোগান, সংঘর্ষের মাঝেও মহিলার এই ভিডিও রীতিমতো এখন জায়গা করে নিয়েছে সবার মনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর