শেষ শ্রদ্ধার্ঘ‍্য, ইরফান খানের নামে নামকরণ মহারাষ্ট্রের গ্রামের

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত অভিনেতা ইরফান খানকে (irrfan khan) শ্রদ্ধা জানিয়ে নাম পরিবর্তন হতে চলেছে মহারাষ্ট্রের (Maharashtra) এক গ্রামের। অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জনিয়েই পরিবর্তিত হবে গ্রামের নাম। মৃত‍্যুর পরেও যাতে গ্রামের মানুষের মধ‍্যেই তিনি বেঁচে থাকেন সেই কথা ভেবেই এমন সিদ্ধান্ত।
ইরফানকে স্মরণ করে পরিবর্তন করা হচ্ছে মহারাষ্ট্রের লগাতপুরী গ্রামের নাম। নতুন নামকরণ হবে ‘হিরো-চি-ওয়াদি’, মরাঠিতে যার অর্থ নায়কের পাড়া। গ্রামের জেলা পরিষদের সদস‍্য গোরখ বোবদে জানিয়েছেন এই তথ‍্য। আসলে এই গ্রামের সঙ্গে অভিনেতার যোগসূত্র দীর্ঘদিনের। বহুদিন আগে এই গ্রামে জমি কিনেছিলেন ইরফান। উদ্দেশ‍্য ছিল ছুটিছাটায় এসে নিরালায় সময় কাটানো। সেই সময় গ্রামের মানুষের দুর্দশা দেখে মন ভারাক্রান্ত হয়ে ওঠে তাঁর। তখন থেকেই শুরু আপদে বিপদে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো।

irrfankhan 1587824763
জানা যায়, গ্রাম থেকে স্বাস্থ‍্যকেন্দ্র অনেক দূরে হওয়ায় গ্রামবাসীরা ইরফানকে অনুরোধ করেছিলেন একটি অ্যাম্বুলেন্সের জন‍্য। তাদের অনুরোধ ফেলেননি অভিনেতা। করেছিলেন গ্রামের স্কুলবাড়ির সংষ্কার। ছাত্রছাত্রীদের জন‍্য নিয়ম করে পাঠাতেন বইখাতা, রেনকোট, পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন‍্য মিষ্টির বাক্স। এমন মানুষটা যে আর নেই সেটাই বিশ্বাস করতে পারছেন না লগাতপুরী গ্রামের বাসিন্দারা।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ইরফান খানের মৃত‍্যুর সঙ্গে সঙ্গে ইন্দ্রপতন ঘটে বলিউডে। তারকা থেকে সাধারন মানুষ সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। অভিনেতার মৃত‍্যুটা মেনে নিতে পারেননি কেউই। কারন কোথাও না কোথাও গিয়ে সকলেই একাত্ম হয়ে গিয়েছিলেন তাঁর জীবন ও অভিনয়ের সঙ্গে।
অভিনয় যেমন জীবন্ত ছিল, বাস্তব জীবনে মানুষটাও খুবই ভাল ছিলেন। মানুষের দুঃখ দেখে তাঁর মন কাঁদত। তার সবথেকে বড় উদাহরণ হল লগাতপুরী। তাই অভিনেতার জন‍্য এটাই শেষ শ্রদ্ধার্ঘ‍্য গ্রামবাসীর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর