“৫০ হাজার টাকা দাও, নাহলেই ৫ বছরের জেল”! ভাইরাল পুলিশকর্মীর ঘুষ নেওয়ার ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: দিতে হবে টাকা! তাহলেই সমস্ত অপরাধ মাফ। এমনকি, ঘুষ না দিলে জেলে পাঠানোরও হুমকি দিলেন খোদ পুলিশকর্মীরা। সম্প্রতি ঠিক এইরকমই এক ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিও। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডায় গাঁজা পাচারের অভিযোগে এক অপরাধীকে গ্রেপ্তার করেন পুলিশকর্মীরা।

আর তারপরেই ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা। ২০ হাজার টাকার বিনিময়ে ওই অপরাধীকে ছেড়ে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। এমতাবস্থায়, তাঁর ঘুষ নেওয়ার ওই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অধিকারিকরাও তৎপর হয়ে পুরো বিষয়টির তদন্তে নামেন। জানা গিয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে মোট চার পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত চার পুলিশকর্মী: এই প্রসঙ্গে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি নয়ডার সেক্টর-৫৮ থানার অন্তর্গত সেক্টর-৫৭ ফাঁড়িতে ঘটে। এমতাবস্থায়, ফাঁড়ির ইনচার্জসহ মোট চার পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, অতিরিক্ত ডিসিপি আশুতোষ দ্বিবেদীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতারের পর থানায় তাঁকে মারধরের ঘটনায় পুলিশ কমিশনারেট এই ব্যবস্থা নিয়েছে।

ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়: ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, অভিযুক্ত কনস্টেবল সোনু কুমার কর্তব্যরত অবস্থাতেই ঘুষ নিচ্ছেন। সোনু কোতোয়ালি সেক্টর-৫৮-এ কর্মরত ছিলেন। এদিকে, যখন বিষয়টি তদন্ত করা হয়, তখন সেক্টর-৫৭-এর ফাঁড়ির ইনচার্জ লোকেশ শর্মা, হেড কনস্টেবল রাজকুমার ত্যাগী, কনস্টেবল অঙ্কিত বলিয়ান এবং সোনু কুমারকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

ঠিক কি ঘটেছে: জানা গিয়েছে, বিষাণপুরার বাসিন্দা নারাং তিওয়ারি ডিসিপির কাছে অভিযোগ করেছিলেন যে, গত ১৪ সেপ্টেম্বর পুলিশকর্মীরা একটি জিপসিতে তাঁর কাছে এসেছিলেন। তাঁদের মধ্যে একজনের নাম অঙ্কিত বলিয়ান। এমতাবস্থায় পুলিশকর্মীরা তাঁকে ৫৮ নম্বর সেক্টরের কোতোয়ালি ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে গাঁজা ও চরস পাচারের অভিযোগে ফাঁসানোর হুমকি দিয়ে মারধর করা হয় বলে জানান তিনি। শুধু তাই নয়, কোতোয়ালি সেক্টর-৫৭-এর ফাঁড়ির ইনচার্জও তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি, নারাং জানিয়েছেন, ৫০ হাজার টাকা না দিলে তাঁকে ৫ বছর জেলে রাখার হুমকিও দেওয়া হয়। পরে তিনি তাঁদের ২০ হাজার টাকা দেন। আর সেইসময় কেউ ভিডিওটি করে ফেলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর