বাড়িতে আসা একটা প্লাস্টিককে বাইরে ফেলেন না এই গৃহবধূ, করেন অদ্ভুত কাজ

সারা পৃথিবীতে প্লাস্টিক যে কতটা ক্ষতিকর আর ব্যবহার করা কতটা বিপদজনক। তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে প্লাস্টিক ব্যবহার এখন আগের থেকেই কমানোর প্রয়াস অনেক বেড়ে গেছে। কারণ প্লাস্টিক ব্যবহার না কমালে সামনে আরো বড়ো বিপদের দিন আসবে পৃথিবীর।

তবে এর মধ্যে ব্যতিক্রম হলো মুম্বাইতে বসবাস রত এই মহিলা সবার ধরনের প্লাস্টিক ব্যবহার করে আর সেই প্লাস্টিক ব্যবহার করে তিনি নতুন কিছু হাতের কাজ বানান। ইনি য একসময় ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি এখন মানুষকে পরিবেশ বিজ্ঞান পড়ান।

IMG 20200421 WA0017

তিনি বলেছেন, “এটি ছিল ২০০০ সাল এবং আমাদের বিদ্যালয়ে একটি পরিবেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রত্যেকে খুব iপ্রস্তুতি নিয়েছিল এবং এই সময়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমরা আমাদের বাচ্চাদের এবং আমাদের শিক্ষার্থীদের যে বিষয় শিক্ষা দিই তা আমাদের জীবনেও রাখা উচিত। বাচ্চাদের সঠিক পথ দেখাতে, আমাদের সঠিক পথ অনুসরণ করতে হবে যাতে আমরা তাদের আদর্শ হয়ে উঠি।

এমনকি ২০০৫ সালে, তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে এই ব্যবসায় তার স্বামীকে সহায়তা করা শুরু করেছিলেন। কিন্তু এই সব নিয়ে তিনি সন্তুষ্ট হন নি। এরপর তিনি একদিন নতুন কিছু করার কথা ভাবলেন। আর তারপর তিনি একদিন শপিং মলের বাইরে এক মহিলাকে মাদুর বুনতে দেখে প্লাস্টিক দিয়ে কিছু করার কথা ভাবেন। আর তারপর থেকে প্লাস্টিক ব্যাগ, হ্যান্ডি ক্রাফট এসব বানান। তিনি কিছু রাখার জন্য ঝুড়ি, ক্যান ইত্যাদি তৈরি করা শুরু করেছিলেন।এখন তিনি ফেসবুক এবং ব্লগ বানান।

সম্পর্কিত খবর