সাঁতরে অসমে পৌঁছাল এক বাংলাদেশি, বলল- আমার করোনা চিকিৎসা করিয়ে দিন

বাংলাহান্ট ডেস্কঃ ‘আমার করোনা (COVID-19) হয়েছে, আমাকে চিকিৎসা করুন’- বাংলাদেশি (Bangladesh) এক যুবকের এই কথা শুনে চমকে ওঠে অসমবাসী। তারপর ওই যুবককে বিএসএফের হাতে তুলে দিলে, তারা তাঁকে বাংলাদেশের সেনার কাছে পৌঁছে দেয়। তবে ওই যুবক আদেও করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, তা সঠিক ভাবে জানা যায়নি।

d2a6ee584a8ba27a7db4cb1ed1df34dc 5bfb66fb39caf

করোনা ভাইরাসের জেরে সবদিকেই চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশ আজকে এই মারণ রোগের কাছে হার স্বীকার করে নিয়েছে। দিকে দিকে চলছে এই ভাইরাসের প্রতিরোধের বিষয়ে গবেষণা। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করে এক যুবক। অসম লাগোয়া সীমান্তে প্রবেশ করে, সে জানায় তাঁর করোনা হয়েছে, তাঁকে চিকিৎসা করা হোক। যুবকের এই কথা শুনে আটকে ওঠেন গ্রামবাসি। তৎক্ষণাৎ যোগাযোগ করেন বিএসএফের সঙ্গে।

ঘটনাটি ঘটে করিমপুর জেলার মুবারকপুর গ্রামে। রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার থেকে কুশীরা নদী সাঁতরে ভারতের সীমান্তে প্রবেশ করে আবদুল হক। তিনি জানান, যে তাঁর জ্বর হয়েছে এবং সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং তাঁর যেন চিকিৎসা করা হয়। এই কথা শুনে গ্রামবাসিরা তৎক্ষণাৎ বিএসেফের সঙ্গে যোগাযোগ করায়, তারা ওই যুবককে নিয়ে হেফাজতে নিয়ে যায়। তারপর তারা বাংলাদেশের সেনাদের হাতে ওই যুবককে তুলে দেয়।

corona 21

ডিআইজি নায়ক বলেছেন, বর্ষার সময় কুশীরা নদী প্রায়শই প্লাবিত হয় তবে এ সময় জলের স্তর খুব কম থাকে। যে কেউ সাঁতার কেটে সহজেই এই নদীটি অতিক্রম করতে পারে। এই যুবকটি যে জায়গা থেকে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য এসেছিল, সেখান থেকে বেড়া দেওয়া হয়নি। সেই কারণেই যুবকটি সহজেই ভারতে প্রবেশ করেছিল। তবে ওই যুবক করোনা আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর