“বাড়িতে কেউ নেই, চলে এসো!” প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে বেদম প্যাঁদানি খেলেন প্রেমিক

বাংলা হান্ট ডেস্ক: প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়েছিলেন প্রেমিক। আর তাতেই ঘটল চরম বিপত্তি। শুধু তাই নয়, চোর ভেবে প্রেমিককেই বেধড়ক প্রহার করলেন প্রেমিকার বাড়ির লোকজন। এবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দায়। সেখানে এক যুবক এই করুণ পরিস্থিতির সম্মুখীন হন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই যুবকের প্রেমিকা তাঁর বাড়িতে কেউ না থাকার কারণে তাঁকে আসতে বলেছিলেন। যদিও, সেখানে যেতেই প্রেমিকার পরিবারের সদস্যদের সামনে পড়ে যান তিনি। আর তারপরেই বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। পাশাপাশি, তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রেও ভর্তি করা হয়। পরবর্তীকালে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

   

ঘটনার পেছনে কি প্রেমিকাই রয়েছেন: এই প্রসঙ্গে আজ তকের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই ঘটনাটি বান্দার বিসান্দা থানার অন্তর্গত একটি গ্রামে ঘটেছে। এদিকে, আহত ওই যুবক পেশাগতভাবে একজন ডিজে। এমতাবস্থায়, বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে অর্ডার নিয়ে তিনি ডিজে বাজানোর কাজ করেন।

ঠিক সেইরকম এক অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই যুবক তাঁর প্রেমিকার কাছ থেকে একটি ফোন পান। যেখানে তাঁর প্রেমিকা তাঁকে জানান,”আমার বাবা ও মা বাড়িতে নেই। এখন চলে এসো”। এমতাবস্থায়, ওই যুবকটি তাঁর বান্ধবীকে একটি ঘড়ি উপহার দিতে চেয়েছিলেন। তাই তখন তিনি ঘড়িটিও সঙ্গে নিয়ে যান।

এদিকে, তিনি প্রেমিকার বাড়ি পৌঁছে দরজা খুলে ভেতরে যেতেই চমকে যান। কারণ, তাঁর প্রেমিকার দেওয়া তথ্যে ভুল ছিল। এমনকি, তখন বাড়িতে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেই সময়ে প্রেমিকার বাবা ও ভাইয়েরা ওই যুবককে দেখে তাঁকে চোর ভেবে মারধর শুরু করেন। এদিকে, চিৎকার চেঁচামেচির জেরে সেখানে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান। কোনোরকমে ওই যুবক পুরো বিষয়টি সবাইকে জানান।

whatsapp image 2022 12 09 at 3.43.02 pm

এরপর ওই আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসঙ্গে বিসন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনন্দ কুমার জানান, “এক যুবক ডিজে বাজাতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে একটি মেয়ের বাড়িতে যায় সে। এর জেরে তাকে মারধর করা হয়। ওই যুবকের অভিযোগে ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, আপাতত ওই যুবকের শারীরিক অবস্থা বিপদমুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর