ভারতে ফ্লপ, বিদেশে রেকর্ড ভাঙা পারফরম‍্যান্স! ‘দ‍্য কাশ্মীর ফাইলস’কেও টপকে গেল আমিরের ‘লাল সিং চাড্ডা’

বাংলাহান্ট ডেস্ক: চার বছরের অপেক্ষা, অক্লান্ত পরিশ্রম, দেশ বিদেশের অজানা সব জায়গায় গিয়ে শুটিং। কয়েকশো কোটি বাজেটের ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) ১০০ কোটি তুলতেও কালঘাম ছুটিয়ে ফেলছে। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan), করিনা কাপুর খানের এই ছবি। এতদিনে মোট সংগ্রহ ৫৭.৪৮ কোটি টাকা। ভারতে চূড়ান্ত ফ্লপ হয়েছে লাল সিং, কিন্তু আন্তর্জাতিক বাজারে রেকর্ড ভেঙেছে আমিরের ছবি।

   

যেকোনো বিগ বাজেট সিনেমার ক্ষেত্রেই ভারতীয় বক্স অফিসের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসের সংগ্রহও যথেষ্ট গুরুত্ব রাখে। দক্ষিণী ছবিগুলি সারা বিশ্বে ১০০০ কোটির বেশি ব‍্যবসা করে ব্লকবাস্টার তকমা পেয়েছে। বলিউডও পিছিয়ে নেই। যদিও সাম্প্রতিক কালের কোনো হিন্দি ছবিই আন্তর্জাতিক বাজারে দক্ষিণকে টেক্কা দিতে পারেনি।


কিন্তু এক্ষেত্রে লাল সিং চাড্ডা যেন অসাধ‍্য সাধন করে দেখালো। যে ছবি ছুঁড়ে ফেলেছে ভারতীয় দর্শক, সেই ছবিই বিদেশের প্রেক্ষাগৃহে হিট করে গিয়েছে! অবিশ্বাস‍্য লাগলেও এটাই সত‍্যি। হলিউডের ক্লাসিক ছবি ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক যে বিদেশিদের মন্দ লাগেনি তা প্রমাণ করে দিচ্ছে আন্তর্জাতিক বক্স অফিসে লাল সিং এর সংগ্রহ।

গোটা বিশ্বে মুক্তির প‍র থেকে এক সপ্তাহে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৯ কোটি টাকা তুলেছে লাল সিং চাড্ডা। আর এর সঙ্গে সঙ্গেই দ‍্য কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, ভুলভুলাইয়া ২ এর মতো ছবিগুলিকে ছাপিয়ে লাল সিং চাড্ডা হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজারে ২০২২ এর সবথেকে বেশি ব‍্যবসা করা হিন্দি ছবি।

গাঙ্গুবাঈ ব‍্যবসা করেছিল ৭.৪৭ মিলিয়ন, ভুলভুলাইয়া ২ ৫.৮৮ মিলিয়ন এবং দ‍্য কাশ্মীর ফাইলস ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সবকটি ছবিই ভারতে বেশ হিট হয়েছিল। যদিও দক্ষিণের ব্লকবাস্টার ছবি ‘আর আর আর’ যা ২০ মিলিয়ন মার্কিন ডলারের ব‍্যবসা করেছিল, তার ধারেকাছেও যেতে পারেনি লাল সিং চাড্ডা।

মোট ১৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ছবিটি। অথচ এখনো পর্যন্ত লাভের মুখ দেখতে পাননি নির্মাতারা। মুক্তির পর ১৩ তম দিনে মাত্র ০.৬৫ কোটি টাকার ব‍্যবসা করেছে আমিরের ছবি। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, এ ছবি থেকে কোনো লাভই হবে না আমির সহ অন‍্য প্রযোজকদের। এমনকি বড়পর্দায় লাল সিং চাড্ডার ব‍্যবসার দুর্দশা দেখে কোনো OTT প্ল‍্যাটফর্মও রাজি হচ্ছে না ছবির ডিজিটাল স্বত্ব কিনতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর