মুসলিমবহুল এলাকায় হয়েছে সর্বাধিক ভোটিং, AAP পেয়েছে একতরফা ভোট!

দিল্লী (Delhi) বিধানসভায় ভোটিং অঙ্ক ৬১.৭১ শতাংশ। সর্বাধিক ভোট প্রাপ্ত ৫টি এলাকায় মুসলিম বহুল, রিজার্ভ সীট অন্তর্ভুক্ত ছিল। সর্বাধিক মতদান হয়েছে সীলমপুরে, যেখানে সি.এ.এ নিয়ে বহু সমস্যা ঘটেছিল। আজ তাক এবং নিউজ ১৮ এর খবর অনুসারে দিল্লীতে সর্বাধিক ভোট এসেছে মুসলিমবহুল এলাকা থেকে এবং তাদের ভোট পেয়েছে আম আদমি পার্টি। এর অনুসারে দিল্লীতে আবার গঠন হতে চলেছে কেজরিওয়াল সরকার।

আজ তকের খবর অনুসারে দিল্লীর ৬৯ শতাংশ মুসলিম আপ কে ভোট দিয়েছে, ১৫ শতাংশ কংগ্রেসকে এবং ৯ শতাংশ বিজেপি এবং ৭ শতাংশ অন্যান্য ভোট পেইয়েছে। নিউজ ১৮ এর অনুসারে সীলম্পুরে ৭১.৪ শতাংশ মানুষ ভোত দিয়েছেন, যা দিল্লী বিধানসভায় সর্বাধিক। দ্বিতীয় স্থানে আছে ৭০.৫৫ শতাংশ নিয়ে মুস্তাফাবাদে।

বিশেষকদের মতে এটি আম আদমি পার্টির জন্য খুব ভালো খবর। তাদের কথা অনুসারে মুসলিম ভোটাররা আপ এর দিকেই ভোট দিয়েছে। অপরদিকে রিজার্ভ সীটের কথা বললে সেদিকেও অধীক ভোত আপের দিকে। পুরানো দিল্লীর মটিয়ামহল এলাকাতে ৬৮.৩৬ শতাংশ ভোত পড়েছে, যার অধিকাংশ ভোট গেছে আপ এর দিকে।

সেফোলজিস্ট যশবন্ত দেশমুখ বলেছেন যে অধিকতর মুসলিম কেজরিওয়ালকে ভোট দেওয়ায় টার ভোটব্যাংক বিপুল হারে সমৃদ্ধি লাভ করেছে। যা কেজরিওয়াল কে আবার সরকার গঠনের দিকে এগিয়ে দিতে চলেছে বলে তার ধারনা।

সম্পর্কিত খবর