মোদীর ‘আত্মনির্ভর” মন্ত্রকে বছরের সেরা হিন্দি শব্দ হিসেবে বাছাই করে নিল অক্সফোর্ড

বাংলা হান্ট ডেস্কঃ অক্সফোর্ড ‘আত্মনির্ভর” শব্দকে ২০২০ এর অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার ভাইরাসের মহামারীর সময় ‘আত্মনির্ভর ভারত” এর স্লোগান দিয়েছিলেন। উনি ভারতীয় অর্থনীতি, সামাজিক আর ব্যক্তিগত ভাবে মানুষকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন।

আত্মনির্ভর মানে হল নিজের উপর ভরসা। সংবাদমাধ্যম PTI এর রিপোর্ট অনুযায়ী, অক্সফোর্ডের জন্য আত্মনির্ভর শব্দটিকে ভাষা বিশেষজ্ঞদের পরামর্শদাতাদের প্যানেল নির্বাচিত করেছে। এই প্যানেলে কৃতিকা আগরওয়াল, পুনম নিগম সহায় আর ইমোজেন ফক্সেল আছেন।

অক্সফোর্ড হিন্দি শব্দের অর্থ এমন একটি শব্দ যা গত বছরের নীতি, মেজাজ বা পরিস্থিতি প্রতিফলিত করে এবং সাংস্কৃতিক তাত্পর্য হিসাবে এটি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্সফোর্ড ২০১৯ সালে সংবিধান শব্দটিকে হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিল। এর আগে ২০১৮ সালে নারী শক্তি আর ২০১৭ সালে আধার শব্দটিকে হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর