মানবিক রূপ এবি ডিভিলিয়ার্সের, ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থার সাথে পাশে দাঁড়াচ্ছেন সুবিধাবঞ্চিত শিশুদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের মধ্যে একজন হলেন এবি ডিভিলিয়ার্স। ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়। আইপিএলের দৌলতে এবং নিজের নম্র স্বভাবের জন্য তিনি এই দেশ থেকে অজস্র ক্রিকেট ভক্ত পেয়েছেন। তার ক্রিকেট দেখতে মুগ্ধ হয়ে দলে দলে ভারতীয় মানুষ মাঠে ভিড় জমাতেন, তা সে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হোক বা আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি সম্প্রতি জনপ্রিয় ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থা “মেক এ ডিফারেন্স” (MAD)-এর সাথে যুক্ত হয়েছেন। তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের তাদের কেরিয়ার গঠনে সহায়তা করবেন।

এনজিওটি এখন ১০ বছর থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীদের পাশে দাঁড়াচ্ছে। তাদের পড়াশোনা বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে এগিয়ে যেতে আর্থিকভাবে সাহায্য করছে। এই উদ্যোগের অংশ হয়ে ডিভিলিয়ার্স দুই জন তরুণ-তরুণীর কেরিয়ারের দায়িত্ব নিয়েছেন। লখনউয়ের ১৮ বছর বয়সী আয়ান, যিনি বর্তমানে, যিনি ছাত্রজীবন শেষ করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্রিকেট খেলতে চান, তার এবং বেঙ্গালুরুর ২১ বছর বয়সী সাংবাদিকতার ছাত্রী অনিথার কেরিয়ার তৈরির জন্য সাহায্য করছেন মিস্টার ৩৬০°।

f46d8fab ab de villiers 768x512 1

এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেছেন “ভারত বছরের পর বছর ধরে আমাকে অত্যন্ত ভালোবাসা উপহার দিয়ে এসেছে। আমি এখন তাদেরকে কিছুটা ফিরিয়ে দিতে চাই। আমি এই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হতে পেরে গর্বিত। সংস্থাটি যাদের প্রয়োজন তাদের ধারাবাহিক সাহায্য প্রদান করে থাকে যাতে তারা দারিদ্র্যের শিকলে আটকে না থেকে নিজের স্বপ্নপূরণ করতে পারেন।”

প্রোটিয়া তারকা সম্পর্কে ইতিমধ্যেই মেক এ ডিফারেন্সের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও জিথিন নেদুমালা নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন “আমাদের এই সংস্থা ও উদ্যোগের সাথে এবি ডিভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটার যিনি গোটা বিশ্বের কাছে একজন স্পোর্টিং আইকন, তাকে যুক্ত লড়তে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতের সঙ্গে মিস্টার এবি ডিভিলিয়ার্সের সবসময়ই খুব কাছের সম্পর্ক। ভারতবাসীরও তাকে ভালোবাসে। এখন আমাদের সংস্থার সাথে যুক্ত হয়ে তিনি অভাবী তরুণ-তরুণীদের প্রয়োজনীয় সাহায্য করতে পারবেন। তাকে আমাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবার জন্য আমরা ধন্যবাদ জানাই।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর