‘বিজেপির সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে’, সভায় দাঁড়িয়ে অধীর চৌধুরীকে আক্রমণ ভাইজানের

বাংলাহান্ট ডেস্কঃ জোটসঙ্গী হলেও এবার সরাসরি অধীর চৌধুরীকেই (adhir chowdhury) আক্রমণ করলেন আব্বাস সিদ্দিকি (abbas siddique)। আবারও প্রকাশ্যে চলে এল কংগ্রেস- ISF-র দ্বন্ধ। প্রচার সভায় দাঁড়িয়েই ‘বিজেপির সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে অধীর চৌধুরীর’ এমনটা বলে কটাক্ষ করলেন ISF প্রধান।

মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার ইসলামপুর নেতাজি পার্কে আয়োজিত এক সভায় বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন ISF প্রধান আব্বাস সিদ্দিকি। সেই সভা থেকেই খোলসা করলেন কেন মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে তাঁরা প্রার্থী দিয়েছেন। সেইসঙ্গে বিজেপি তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি নিশানা করলেন অধীর চৌধুরীকেও।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ- বলেছিল ৭ বছর আগে। কিন্তু বিকাশ করতে পারেনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে শুধু। ক্ষমতায় এলেই ওঁরা কিন্তু আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাই বিজেপিকে একটিও ভোট দেবেন না’।

কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘মুর্শিদাবাদে এতদিন ধরে রাজত্ব করার পরও কংগ্রেস কিছুই করতে পারেনি। একটাও বিশ্ববিদ্যালয়ও করতে পারেনি। তাই ওদেরকে আর সুযোগ না দিয়ে, খাম চিহ্নে ভোট দিয়ে রানিনগর থেকে মাসুম রেজাকে জয়ী করুন’।

সভায় দাঁড়িয়ে একদিকে ডোমকলের জোট প্রার্থী সিপিএমের মোস্তাফিজুর রহমানের জন্য ভোট চাইলেন এবং অন্যদিকে সিপিএম আর কংগ্রেসের ভোটারদের আহ্বান জানালেন রানিনগরে আইএসএফ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আবার ওই একই মঞ্চে দাঁড়িয়ে আবার আক্রমণ করলেন অধীর চৌধুরীকেও। বললেন, ‘আইএসএফের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি মুর্শিদাবাদে। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। মুর্শিদাবাদে তিনটি ও মালদহে দু’টি মোট ছ’টি আসন চাইলেও, অধীর চৌধুরী তা মানতে পারেননি। তাই এখানে আমরাও প্রার্থী দিয়েছি। তবে আমার মনে হয় বিজেপির সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে অধীর চৌধুরীর’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর