মোদি জনপ্রিয় নেতা, রাহুলকে প্রকারান্তরে অযোগ্য নেতা বলে বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ!

 

বাংলা হান্ট ডেস্ক : হ্যাঁ তিনি নোবেল পেয়েছেন। সত্যি তার নোবেল দেশকে গর্বিত করেছে। দেশকে নয় বাঙালি কেউ গর্বিত করেছে। অর্থনীতিতে নোবেল এর আগে অমর্ত্য সেন দেশকে দিয়েছে এক উঁচু জায়গা। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি।এবার কিন্তু প্রতিপক্ষ নেমেছে নোবেলজয়ীর ব্যক্তিগত জীবনের পোসমাটাম পড়তে। এখানেই যত বিপত্তি। প্রতিদ্বন্দিতা যত বেড়েছে ততই বেড়েছে তিক্ততার স্বাদ। হ্যাঁ ঠিকি ধরেছেন। বর্তমান কেন্দ্র সরকারের সাথে যেন একটা তিক্ততার স্বাদ তৈরি করেছে এই নোবেল প্রসঙ্গ। আর মোদিকে ও আক্রমণের কেন্দ্রবিন্দু করতে তিনি ছাড়েন। এর আগেও বহুবার নোট বন্দি নিয়ে তিনি মুখ খুলেছেন এবং বর্তমান কেন্দ্র সরকারের বিরাগভাজন হয়েছেন।

IMG 20191021 124557
নিঅভিজিৎ স্পষ্টতই বলেন, ‘আমার মনে হয়, যে কোনও সরকার ১০০ টা জিনিস করে, আর মানুষকে তার প্রেক্ষিতেই ভোট দিতে হয়। মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন কারণ আর কোনও জনপ্রিয় নেতা ভোটারদের কাছে ছিলেন না। আর কোনও নেতা ভোটের যোগ্য ছিলেন না মানুষের কাছে।’ কিন্তু এর সুফল বা কুফল কি হবে তা তিনি নিজেও জানেন না এখন তিনি ভারত সফরে রয়েছেন একবার তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কোন ক্ষতি নেই বেশি প্রশংসা কখনোবা তিনি বিরোধীপক্ষ এমন ভাবেই যেন ব্যাটেবলে ঠিক সংযোগ করে উঠতে পারছেন না তবে কংগ্রেসের ন্যায় প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়তবে সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ন্যায় মূলত একটি ভাবধারা। ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন আমি করেছি।’ তবে কংগ্রেসের সমালোচনাতেও পিছপা হননি তিনি। বলেছেন, ‘দেশে বিরোধী হিসাবে কংগ্রেস অনেকটাই ক্ষীণ।’ তবে মূল আশঙ্কার বিষয়টা এখানেই তা স্মরণ করিয়ে দিয়েছেন নোবেলজয়ী। বলেছেন, ‘জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। নাহলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না।’

সম্পর্কিত খবর