রাজনীতি ছেড়ে দেব বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে নির্বাচনী মরশুম। দিকে দিকে চলছে সভা সমাবেশ। এই পরিস্থিতিতে সোমবার চন্দননগরের (chadannagar) এক সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘মমতা ব্যানার্জিই জিতবেন’ এই কথাতে প্রাধান্য দিয়ে বিজেপিকে একহাত নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

চন্দননগরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তুলোধনা করতে কাউকেই ছাড়লেন না তিনি। লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, হুগলি লোকসভা কেন্দ্রে জেতার পর সাংসদ হয়েও এখন তাঁকে বিধানসভা নির্বাচনে লড়তে হচ্ছে। এখানে কি কাজ করেছেন উনি? শুধু করেছেন মমতা ব্যানার্জির ‘বাপবাপান্ত’ আর নিজের নম্বর বাড়তে দিল্লীতে চাটুকারিতা করা। এখানকার মানুষের উন্নয়ন নিয়ে কি করেছেন তিনি? এখন লকেট কি বহিরাগতদের কথা শুনবেন নাকি মানুষের কথা ভাবতেন, সিদ্ধান্ত তাঁর’।

প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেন, ‘মানুষের থেকে ৫০ দিন সময় চেয়েও ৫ বছর কিছুই করতে পারেননি, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেও, দেননি। উলটে এখন রান্নার গ্যাস, পেট্রোপণ্য, রেলের প্ল্যাফর্ম টিকিট, আর শুধু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। চন্দননগরের মানুষের উন্নয়নের নিরিখে রিপোর্ট কার্ড দেখাক। চ্যালেঞ্জ করছি- যদি ১০-০ গোল দিয়ে বার করতে না পারি, তাহলে রাজনীতির আঙিনায় আমি আর পা রাখব না’।

চন্দননগরের মানুষ এখানে বহিরাগতকে ঢুকতে দেবে না বলে হুঙ্কার দিয়ে বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ চন্দননগরের মানুষ মমতা ব্যানার্জিকেই জেতাবে। এখানে যাতে উন্নয়ন চলতে থাকে, সেই কারণে তাঁরা ঘাসফুলকেই বেছে নেবেন। মানুষ এখানে নিজের ভোট নিজেরাই দেবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর