বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শুরু হয়ে গেল ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’-এর পথ চলা। এদিন কথামতোই ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় শুরু হয়েছে এই ক্যাম্পের পথ চলা। প্রথমে এখানে একটানা ক্যাম্প চলবে। তারপর ধাপে ধাপে সমস্ত বিধানসভায় এই ‘সেবাশ্রয়’-এর আয়োজন করা হবে।
‘সেবাশ্রয়’-র উদ্বোধন করলেন অভিষেক (Abhishek Banerjee)
কবে কোন বিধানসভায় ক্যাম্প শুরু হবে? এ দিন তার নিজেই জানিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে ডায়মন্ড হারবারের পর ফলতা বিধানসভা কেন্দ্রে পরবর্তী ক্যাম্প হবে আগামী ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি। এরপর আগামী ২২ জানুয়ারি-৩১ জানুয়ারি ৪৭টি ক্যাম্প হবে বিষ্ণুপুর বিধানসভা এলাকায়।
পরবর্তীতে মেটিয়াবুরুজ বিধানসভায় ১ ফেব্রুয়ারি-১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৬টি ক্যাম্প করা হবে। এরপর সাতগাছিয়া বিধানসভা এলাকায় ১২ ফেব্রুয়ারি- ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪৫টি ক্যাম্প করা হবে। তারপর মোট ৪২টি ক্যাম্প হবে বজবজ বিধানসভায়। যা চলবে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। এরপর মহেশতলা বিধানসভা এলাকায় ৪ মার্চ -১৩ মার্চ পর্যন্ত মোট ৪৫টি শিবির করা হবে। এরপরে ১৬ মার্চ-২০ মার্চ মেগা ক্যাম্প আয়োজিত হবে। সব ক্যাম্পের ফলো আপ হিসেবে ওই ৫ দিন ৩০০টি জায়গায় একসঙ্গে একভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফলোআপ ক্যাম্প হবে।
জানা যাচ্ছে, সমস্ত বিধানসভা এলাকাতেই একটি করে মডেল ক্যাম্প ও বাকিগুলোতে সাধারণ ক্যাম্পের আয়োজন করা হবে। সাধারণত ক্যাম্পে রোগীদের জন্য একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক ও হেল্প ডেস্ক থাকবে। দুটি করে ডাক্তারের চেম্বার,বিশ্রাম ঘর রোগীদের জন্য ওয়েটিং রুম থাকবে। থাকবে চিকিৎসার জায়গাও। বিনামূল্যে ওষুধের ফার্মেসি ছাড়াও স্ট্রেচার, হুইলচেয়ারের ব্যবস্থাও থাকবে। উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক, নার্স, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে আরও অনেকে। এই সেবাশ্রয় মডেল ক্যাম্পে ২টি সিসিইউ শয্যা, ক্যান্সার স্ক্রিনিং, ইউসিজি থেকে শুরু করে আরও একাধিক উন্নত চিকিৎসার পরিষেবা থাকছে। থাকছে ৩ জন করে ডাক্তারের চেম্বার।
বিনামূল্যে কি কি পরিষেবা পাওয়া যাবে?
বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা পেতে গেলে রোগীদের প্রথমে টোকেন আইডি দেওয়া হবে। তারপর রেজিস্ট্রেশনের পরে দেওয়া হবে সচেতনতা পুস্তিকা। সেখানে রক্তচাপ,ডায়াবেটিস, ক্যান্সার থেকে ডেঙ্গি-ম্যালেরিয়া,স্ট্রোক বা কিডনির সমস্যার জন্য কি কি করা উচিত সেই সংক্রান্ত নানান পরামর্শ দেওয়া থাকবে। জায়গা থাকবে প্রেসক্রিপশন লেখারও।
বিনামূল্যে কি কি টেস্ট করা যাবে?
রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, BMI,ইসিজি, ট্রিপল সেরোলজি, HIV, হেপাটাইটিস পরীক্ষা। এছাড়া নেবুলাইজ়ার, অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটারের সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: আরও বিপাকে সন্দীপ ঘোষ! CBI-এর কাছে সব সত্যি ফাঁস করল কে?
জানা যাচ্ছে এই স্বাস্থ্য শিবিরের জন্য একটি রেফারেল টিম তৈরি করা হয়েছে। প্রয়োজনে এই ক্যাম্প থেকে ১২টি হাসপাতালে রেফার করা হবে। ফলোআপের জন্য একটি টিম থাকবে। প্রয়োজন হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল, ক্যালকাটা মেডিক্যাল, এসএসকেএম, বাঙ্গুর নিউরো, এম আর বাঙ্গুর,বিদ্যাসাগর স্টেট জেনারেল, চিত্তরঞ্জন মেডিক্যাল, কলকাতার নিউরোসায়েন্স ইনস্টিটিউট-সহ মোট ১২টি হাসপাতালে রেফার করা হবে।
রোগীদের জন্য স্ট্যান্ডবাই অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। প্রতিটি শিবির শুরু হওয়ার আগে ও পরে স্যানিটাইজ় করা হবে। অভিষেক জানিয়েছেন প্রতিদিন চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এ দিন অভিষেক (Abhishek Banerjee) বললেন, ‘অনেকেই ভাবছেন এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন হবে কিভাবে। আমরা চেষ্টা করেছি। আমরা মানুষের ভালোবাসায় এই কর্মসূচি শুরু করলাম। সেইসাথে তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি তাঁদেরও সাংসদ, যাঁরা দেননি তাঁদেরও সাংসদ…সবার জন্য আজকের এই আয়োজন সবার। সবাই আসুন।’