‘গণতন্ত্র হল মা, আর সেটাকেই ধর্ষণ করছে বিজেপি” ত্রিপুরায় গুরুতর অভিযোগ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ ২৫ তারিখ ত্রিপুরার আগরতলায় হতে চলেছে পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে বিপ্লব দেবের রাজ্যে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যায় আগরতলায়। সেই আঁচ ছড়িয়ে পড়ে দিল্লিতেও। সোমবার তৃণমূলের সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির বাইরে ধরনাও দেন। যদিও, সায়নী ঘোষ মুক্তি পেয়েছেন। আর এই প্রতিবাদ যে এখানেই শেষ হচ্ছে না, সেটাও বুঝিয়ে দিয়েছে তৃণমূল।

রবিবার সায়নী ঘোষ গ্রেফতার হতেই সোমবার সকাল সকাল ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নামা মাত্রই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একের পর এক আক্রমণ করেন। এরপর একটি সাংবাদিক বৈঠক করেও বিপ্লব দেবকে একের পর এক আক্রমণ করেন তিনি।

অভিষেক বলেন, গোটা দেশ স্বাধীন হলেও ত্রিপুরা এখনো স্বাধীনতা পায়নি। বিজেপির সরকার গণতন্ত্রকে ধর্ষণ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিষেক বলেন, বিজেপির নেতারা ভারত মাতার জয়ধ্বনি দেয়, অন্যদিকে গণতন্ত্র মানে মা আর সেই গণতন্ত্রকেই ধর্ষণ করে তাঁরা।

পাশাপাশি সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি আগরতলার মানুষকে আগামী পুরসভার নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারণা এইদিনই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারে বিজেপি। সেই কারণেই সন্ত্রাস এড়ানোর উপায় বাতলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হাতে পদ্মফুল আর মোদীর ছবি নিয়ে বাড়ি থেকে বের হবেন। তারপর ভোটকেন্দ্রে গিয়ে সোজা তৃণমূলে বোতাম টিপে দেবেন। মুখে বিজেপি জিন্দাবাদ বললেও, ভোটকেন্দ্রে তৃণমূলকে এভাবে ভোট দিন’।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর