BJP হারলেই মূল্যবৃদ্ধি কমবে! ত্রিপুরায় ভোট প্রচারে নয়া ব্যাখ্যা জুড়লেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার (Tripura) দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। শেষ মুহূর্তের ভোট প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। নির্বাচনকে পাখির চোখ করে এদিন ফের ত্রিপুরায় মেগা প্রচারে পৌঁছান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বভাবসিদ্ধ ভাবে এদিন আরও একবার কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে নিশানা করলেন তৃণমূল যুবরাজ।

   

নিজের বক্তৃতায় এদিন মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টানলেন অভিষেক। ভরা সভায় জনতার উদ্দেশে তিনি বলেন, “বিজেপিকে হারান, দেখবেন মূল্যবৃদ্ধি কমে গিয়েছে।” শুধু মন্তব্যই নয়। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো। ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই ত্রিপুরায় পেট্রল-ডিজেলের দাম কমিয়েছিল মোদী সরকার।

ত্রিপুরায় তৃণমূল সরকার আসলে রাজ্যে ‘নতুন ভোর’ আসছে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক। খাদ্য, পোশাক, ভাষা, সংস্কৃতির দিক থেকে পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার মিল তুলে ধরেন যুবরাজ। পাশাপাশি অভিষেক বলেন, ত্রিপুরায় বহু বিরোধী দল থাকা সত্ত্বেও শুধু তৃণমূলের চাপের সামনে হার মেনেই ২০২২ সালে মুখ্যমন্ত্রীকে বদল করতে বাধ্য হয়েছে বিজেপি।

abhishek , tripura

প্রসঙ্গত, বামফ্রন্টকে পরাজিত করে ২০১৭ সালে সে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। তবে মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয় মানিক সাহাকে। ক্ষমতায় থাকাকালীন বারংবার বিতর্কিত মন্তবের জন্যই বিপ্লব দেবকে সরানো হয়েছিল কিনা সেই নিয়েও বহু জলঘোলা হয়। অনেকের মতে এদিন নিজের বক্তৃতায় সেই প্রসঙ্গের দিকেই ইঙ্গিত করেন অভিষেক। জানিয়ে রাখি, ত্রিপুরায় আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ২ মার্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর