আবারও শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরা নিয়েই ধন্ধ, পার্থর মন্তব্যে জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : বিজেপিতে যোগদান করেছিলেন ঠিকই কিন্তু সেভাবে সক্রিয়তা দেখাতে দেখা যায়নি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। বিশেষ করে যখন থেকে বিজেপিতে দেবশ্রী রায়ের যোগদান নিয়ে জল্পনার পারদ চড়েছিল ঠিক তখন থেকে আস্তে আস্তে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও তা দলে যোগদান করার মাত্র কয়েক দিনের মধ্যেই।

   

তাই তার পর থেকে এ বার তৃণমূলে সঙ্গে আনাগোনা বেড়ে যায় মমতার কাননের। এমনকি দিদির সঙ্গে মনোমালিন্য ঘুচিয়ে ভাইফোঁটার দিন কালীঘাটের বাড়িতে গিয়ে দিদির হাত থেকে ফোঁটাও নিয়েছিলেন তিনি। তার পর থেকে তো শোভনের দলে ফেরা নিয়ে অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল। কিন্তু এবার আবারও শোভনের রাজনৈতিক ভাগ্য নিয়ে প্রশ্ন উঠছে।

কয়েকদিন আগেই তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হঠাত্ বলে ওঠেন শোভন নাকি তৃণমূলেই আছে তবে তবে সক্রিয় হবেন? তা নিয়ে প্রশ্ন তোলেন তবে এবার আবারও নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক অন্দরে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে ইস্তফা পত্র দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী জানিয়ে শোভনের ভবিষ্যত্ সম্পর্কে প্রশ্ন উঠছে। কারণ ঠিক যে সময়ে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই তাঁকে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী, অথচ এবার পদত্যাগ পত্র গ্রহণ করলেন।

তাই তো অনেকেই বলছেন এ বার শোভন ও বৈশাখী তৃণমূলে ফেরার পথ একেবারে বন্ধ হয়ে গেল বলেই। কিন্তু কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন শোভন তৃণমূলে আছে আর এই বক্তব্যের পিছনে তিনি যুক্তি দেখিয়েছেন শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে এখনও অবধি গিয়েছেন কি না তা লিখিতভাবে জানায়নি, তাই তো শোভনের ভূত ভবিষ্যত নিয়ে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

সম্পর্কিত খবর