পি এফের সুবিধা পেতে পারেন চুক্তিভিত্তিক কর্মীরা ঃ সুপ্রিম কোর্ট

এবার থেকে চুক্তিভিত্তিক কর্মীরাও পেতে পারবে পি এফের সুবিধা। সুপ্রিম কোর্ট এর নতুন রায়ে খুশি হতে চলেছে দেশের সব খাতের অস্থায়ী কর্মীরা। এর আগে  শুধু মাত্র  স্থায়ী কর্মীরা পি এফের সুবিধা পেতেন । কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্টর নতুন নিয়ম অনুসারে  সরকারি, আধা সরকারি, বেসরকারি যে কোনও সংস্থাতে  চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা সুবিধা পেতে পারেন।

ফেব্রুয়ারি মাসে বাজেট বের করার কথা আগেই জানিয়েছেন  নির্মলা সীতারামন তারপর থেকে অনেকেই চিন্তায় ছিলেন। এখন ভারতের অরথনীতি যে ভাবে টিকে রয়েছে তাকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। কারন এমনি তেই খারাপ দিন চলছে সবার। এতো মানুষের বেকারত্ব তার পাশাপাশি সেইসব মানুষ খেতে পারছেন না। আর এদিকে জদি টাকা পয়সার হাল এমন হয় তাহলে তো সব শেষ।

SS13কিন্তু এইদিন সুপ্রিম কোর্টএর দেওয়া রায়ে খানিক সুখের মুখ দেখেছে দেসের আমজনতা। তাদের মুখে একটু হাসি ফুটেছে, কপালে চিন্তার ভাঁজ সরে গেছে। এমন কি সরকারি, বেসরকারি, আধাসরকারি সব সংস্থার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এর জেরে পুরসভা, জেলা পরিষদ, রেলওয়ে, জীবনবিমা, বিমানবন্দর, মেট্রো সহ একাধিক জায়গায় কর্মরত অসংখ্য চুক্তিভিত্তিক কর্মী এই সুবিধা পাবে।এর পাশাপাশি এইদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরা সঠিক পিএফের সুবিধা পাচ্ছে কিনা তা দেখার নিয়ম করা হবে।

আর এই  দায়িত্ব দেওয়া হবে ইপিএওকে । আর এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কোম্পানি ঠিক মতো পিএফ জমা দিচ্ছে কিনা সেটাও নজরে রাখবে, সেই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। তাই সব মিলিয়ে আর কিছুদিনের মধ্যেই এই নিয়ম চালু হতে পারে। সেই নিয়ে চলছে অপেক্ষার দিন গোনা। তাহলে কিছু মানুষ অন্তত আবার রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবেন।

 

সম্পর্কিত খবর