মাত্র ২৫ বছর বয়েসেই স্বামী বিবেকানন্দ্ নতুন জীবনের উদ্দেশ্যে পরিবার ত্যাগ করেন

 বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র একদিন পরেই রোববার ১২ই জানুয়ারি আমাদের বাঙ্গালীদের কাছে একটা গৌরবময় ঐতিহাসিক দিন । কারন এইদিনে জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ । খুব অল্প বয়েসেই তিনি বিশ্ব জোরা খ্যাতি লাভ করেছিলেন । তার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা এবং জ্ঞানের বৃহৎ পরিসর ছিল সেটা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখেনা। ছোট থেকেই তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ,মুক্তমনের মানুষ ছিলেন তাই হয়তো তার কথা মন্ত্রমুগ্ধের মত শুনতে হতো আমাদের সবাইকে। এমনকি তার শিক্ষার প্রসার দেশব্যাপী সকলের মধ্যে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সর্বদাই ।

 

১৮৬৩ সালে কলকাতার একটি পরিবারে তার জন্ম হয়, ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী । মাত্র ২৫ বছর বয়সেই তিনি পরিবার ছেড়ে সন্ন্যাস  নেন। একা একা দেশ বিদেশ ঘুরে বেড়ানো শুরু করেন। ১৮৯৩ সালে তিনি শিকাগোতে বক্তৃতা দেন, সকল বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি শিক্ষার বানী ছড়িয়ে দেন। এরপর তিনি অনেক অনুগামী এবং ভক্তদের পান।

 

Swami Vivekananda Jaipur1

 

এমনকি তারা বিবেকানন্দর আদর্শে সবসময় চলতেন। স্বামীজীর আদর্শে চলতে পছন্দ করেন এমন মানুষ অগুন্তি, আবার তার মতে বেশ কিছু কথা আমদেরও মেনে চলা উচিৎ যেমন যদি আমরা কোন কাজ খুব মন দিয়ে করি সেক্ষেত্রে আমাদের সফলতা আসবেই । আমদের প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে করা উচিৎ । এমন কি তিনি জানান নিজেকে বিশ্বাস না করলে কখনো আমাদের নিজেদের বিশ্বাস করাও সম্ভব নয়।

কোন কিছু থেকে ভয়  না পেয়ে , না পিছিয়ে সেটা সাহসের সাথে লড়াই করাই আমদের কর্তব্য । স্বামীজির জন্মদিন উপলক্ষে আগামী রবিবার বেলুর দক্ষিণেশ্বর এরকম অনেক জায়গায় ভক্তদের সমাগম হবে, এবং জাকজমক করে অনুষ্ঠানও পালন হবে। তাই বাঙালীদের আদর্শ পুরুষ হিসেবে আজও তিনি আমাদের মনে রয়ে গেছেন আর আগামী দিনেও  তাই থাকবেন।

সম্পর্কিত খবর