সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ

বাংলাহান্ট ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা শক্তি হারানোর ফলে কলকাতায় বৃষ্টিপাত হয়নি। কিন্তু আবহাওয়া দপ্তর জানালো দক্ষিণবঙ্গের উপরে থাকা মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে এর ফলে রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।

   

উত্তর বঙ্গোপসাগরের উপরে হওয়া নিম্নচাপ সরে গেলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার সক্রিয় হওয়ার ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

সম্পর্কিত খবর