স্কুল ভ্যান উল্টে ভয়ানক দুর্ঘটনা হুগলিতে

হুগলির পোলবায় ভয়ানক দুর্ঘটনায় আহত হলেন চার জন। এইদিন কামদেবপুরের পড়ুয়া বোঝাই একটি স্কুল ভ্যান নয়নজুলিতে উল্টে যায়। ওই স্কুল ভ্যানটিতে ১৫ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে । এরপর স্থানীয়রাই উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। সূত্রের খবর অনুযায়ী পড়ুয়াদের মধ্যে ৪ জন গুরুতর আহত।আর এই ৪ জন এখন স্থানীয় ইমামবড়া জেলা হাসপাতালে ভর্তি আছে।

আহত চার জনের মধ্যে দুই জন পড়ুয়ার অবস্থা খারাপ। তাদের নাম দিব্যাংশু ভগত, ঋষভ সিং। এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুঁচুড়া ইমামবড়া জেলা হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

f424d 165334 accidentঅবস্থা বেগতিক দেখে বেশি সময় নষ্ট করেনি ইমামবাড়ার ডাক্তাররা। এরপর কলকাতার এসএসকেএম হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য তাকে আনা হয়। আটান্ন কিলোমিটার রাস্তাকে গ্রিন করিডর হিসেবে চিহ্নিত করেছে প্রসাশন।

অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রিন করিডর এর নজির ছিলো। কিন্তু প্রশাসন সেই রেকর্ড ভেঙে গুরুতর আহত দুই পড়ুয়ার জন্য আটান্ন কিলোমিটার রাস্তাকে গ্রিন করিডর করার সিদ্ধান্ত নিয়ে বসে। দীর্ঘ সময়ের রাস্তা তারা খুব তাড়াতাড়ি অতিক্রম করে বসে।

সম্পর্কিত খবর