দুর্ঘটনা নাকি পরিকল্পনা, মৃত্যুর সাথে লড়াই শান্তনু

 

বাপ্পাই দত্ত :- দুর্ঘটনা নাকি আক্রমণ ! চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় জনতা পার্টির বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সদস্যদের মধ্যে, দলের একাংশ দুর্ঘটনা বলে মেনে নিলেও বেশির ভাগ অংশ এবং ঠাকুর পরিবারের সদস্যরা এটা চক্রান্ত ভাবে আক্রমণ করা হয়েছে বলে মনে করছে তারা.কর্মীরা বলছেন কৃষ্ণনগরে পুলিশের গাড়ি গাইঘাটার জলসার এলাকায় কী করছিল ? এর উত্তর কি রাজ্য সরকার দেবে ! আর যদি পুলিশের গাড়ি হয় তবে তা থেকে একজন ড্রাইভার ছিলেন উনি কি ওয়ান ডিউটি পুলিশ অফিসার !

 

এর উত্তর সকলেই জানতে চাইছে , শান্তনু ঠাকুরকে প্রাণে মারার চেষ্টা করেছে এবং যাদের নির্দেশে এই জঘন্য কাজ করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং এর পিছনে কঠোর শাস্তির দাবিতে তারা একত্রিত ভাবে সামিল হয়েছে গোটা বনগাও অঞ্চল জুড়ে বর্তমান শান্তনু ঠাকুর বনগাও হাসপাতালে ভর্তি আছেন তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে সেলাই পড়েছে পনেরো থেকে কুড়িটি , শরীরের অঙ্গপ্রত্যঙ্গের বিশেষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার গাড়িটি ভগ্নদশায় পরিণত হয়েছে, ঘটনার ফলস্বরূপ বিজেপির রাজনৈতিক মহল চিন্তার ভাঁজ পড়েছে।

এবং চিন্তার ভাঁজ ফেলেছে ঠাকুর পরিবারের সকল সদস্যদের মধ্যে তারা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ী করবেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে বর্তমান বাংলার রাজ্যে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত বিরোধী কর্মীরা যে ভাবে আক্রান্তের শিকার হচ্ছে তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গ থেকে গণতন্ত্র লুট করে নিয়েছে বর্তমান সরকারতাই তারা গণতন্ত্রকে মাটির তলায় চাপা দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে , বিশেষজ্ঞের মত অনুসারে এই ঘটনার পরিস্থিতিতে ঠাকুর পরিবারের অন্দরমহলে কাহিনি ছোট করে যে দেখা হবে না চাপা আক্রমণের সুর শোনা যাচ্ছে .

সম্পর্কিত খবর