সমস্যা আপনার পেছন ছাড়ছে না? জোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নিন সমস্যা মুক্তির ৫ টি ঘরোয়া উপায়

লিখনে- জ্যোতিষী দেবকন্যা সুভাষিনী

বাস্তুটোটকাঃ সাংসারিক জীবনে ঠোকাঠুকি লেগেই থাকে। আমরা অনেকেই অনেক সময় এসব থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্র (Astrology News) বা কোন অভিজ্ঞ জ্যোতিষীর থেকে পরামর্শ নিতে থাকি। তাও দেখবেন আমাদের জীবনে যত সুবিধা বাড়ছে তার সাথে জীবনে জটিলতা ও ততটাই বাড়ছে। প্রত্যেকটা ঘরে কোনো না কোনো সমস্যায় প্রত্যেকেই ভুগছেন। সেটা কখন কার জীবনে বজ্রপাতের মতো এসে পড়বে তা কিন্তু আমরা কেউ জানিনা। যদিও তার জন্যই রয়েছে এই জোতিষ শাস্ত্র।

যদি আমরা একটু বিশ্বাস এবং ভরসার সাথে এই শাস্ত্র গঠিত কিছু নিয়ম, টোটকা মেনে চলতে পারি তবে অনেক ছোটো বড়ো বিপদ থেকেই রক্ষা পেতে পারি। কিন্তু খুব ভয়ানক পরিস্থিতিতে কিন্তু প্রতিকার প্রতিবিধান ধারণ আবশ্যক। আমার এখানে আলোচনার বিষয় বস্তু কিন্তু টোটকা বা কিছু নিয়ম যা একটু মেনে চলতে পারলেই অসাধারণ ফল পাওয়া যায়। বাড়িতে, অফিসে, পরিবারের নানান উটকো ঝামেলা থেকে নিজেকে বার করে আনা যায় বা সমস্যাগুলিকে এড়িয়ে চলা যায়। আসুন শুনে নেওয়া যাক ঠিক কোন কোন উপায় গুলি আমাদের করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।

nlnsffs

প্রথমত, খুব অল্প খরচেই আমরা ভালো থাকতে পারি ফিটকিরির ব্যবহারের দ্বারা। আপনারা যদি ঘরের উত্তর পূর্ব বা পূর্ব কোনে সাদা কাপড়ে কিছু ফিটকিরি বেঁধে ঘরের ওই নির্দিষ্ট কোনে ঝুলিয়ে দিতে পারেন বা রেখে দিতে পারেন তবে বাস্তুতে অনেক অশুভ শক্তি থেকে বাঁচতে পারবেন। অযথা ঝামেলা অশান্তি থেকে মুক্তি পেতে পারবেন।

আবার যারা রাত্রে বাজে স্বপ্ন দেখেন বা বোবায় ধরে ঘুমের মধ্যে অথবা যারা রাত্রে ঘুমোতে গেলেই আজে বাজে চিন্তার স্বীকার হয়ে অনিদ্রা দোষে ভোগেন তাদেরকে বলবো বালিশের তলায় সাদা সুতির কাপড়ে কিছুটা ফিটকিরি বেঁধে রেখে দিন ঘুমোনোর সময়। দেখবেন ঐসকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

এবার বলবো যাদের ঘরে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ভালোবাসা থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, bed pleasure নেই দাম্পত্য জীবনে একদমই, দিন দিন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ দিকে চলে যাচ্ছে তারা আজই শোবার ঘরে একটি মানি প্লান্ট গাছ এনে হলুদ বা সবুজ টবে পুঁতে দিন। আর গাছটি অবশ্যই শোবার ঘরে রাখবেন।

আজকেই আপনাদের শোবার ঘরের সব জানলা দরজার পর্দা সাদা রঙের লাগিয়ে ফেলুন। সাদা রঙের বিছানায় চাদর ব্যবহার করুন। ঘরটা সবসময়েই সুগন্ধি দিয়ে রাখার চেষ্টা করুন। সকাল 10টা অব্দি পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো যাতে ঘরে প্রবেশ করে সেদিকে খেয়াল রাখুন। শুতে যাওয়ার সময় অবশ্যই সাদা রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন উভয়েই। গায়ে সুগন্ধি ব্যবহার করুন অবশ্যই রাত্রে শোবার সময়।

যেসকল বাড়িতে বাচ্চারা পড়াশুনা করছে না বলে সারাক্ষণ অশান্তি ঝামেলা হচ্ছে তাদের জন্য বলব, আপনারা ছেলে মেয়ের পড়াশোনার ঘরে আজই একটা তুলসী গাছ এনে রাখুন এবং পড়ার ঘরের টেবিলে রাখুন। বিছানায় বসে পড়াশোনা বন্ধ করান এবং পড়ার টেবিলে একটা সবুজ কাপড় পাতুন। বাচ্চার মাথার সামনে রাতে শোবার সময় সবুজ রঙের বোতলে জল রাখুন এবং সকালে ওকে দিয়ে জলটা যেকোনো গাছের গোড়ায় ঢালতে বলুন। ঘুম থেকে উঠেই এবং কারোর সাথে কথা না বলে আগে এই কাজটা প্রত্যেক দিন করান।

পাশাপাশি বাচ্চার ঘরে পড়ার টেবিলের সামনে একটা সাদা কাগজে বড়ো বড়ো করে লিখুন আমি আমার প্রত্যেক দিনের পড়া সকালে উঠেই 2 ঘন্টা পড়ে মুখস্ত করে ফেলব এবং মিথ্যা কথা কখনো বলবো না এরকম কিছু লিখে টাঙিয়ে দিন। সেটা আপনার পছন্দ মতো কিছু ও লিখতে পারেন। যেটা বাচ্চার চোখের সামনে রোজ থাকবে।আর অবশ্যই রাতে পূর্ব দিকে স্টুডেন্টরা মাথা দিয়ে ঘুমোবে। এগুলো করুন অবশ্যই ভালো ফল পাবেন।

আপনার জীবনের যেকোনো সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী দেবকন্যা সুভাষিনীর সাথে, বুকিং করতে এক্ষুনি
কল করুন – 8100211211 ,
Visit – astrologerdebkanyasuvashini.com
Facebook- Astrologer Debkanya Suvashini

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর