গুগল এর মতে, পাক প্রধানমন্ত্রী “ভিখারি”। গুগল এ”bhikari” লিখলেই আসবে ইমরান খানের নাম।

 

   

বাংলা হান্ট দেশ: পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো আগের থেকেই ছিল নড়বরে।তার ওপর জম্মু-কাশ্মীরে ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করায় ক্ষোভের বসে নাওয়া বিভিন্ন পদক্ষেপ আরো ভেঙে দিয়েছে সেই কাঠামো৷ একদিকে সন্ত্রাসবাদ অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থা। সব মিলিয়ে নানান জায়গায় ট্রল হওয়ার পর এবার বাদ গেলনা গুগলও। Google-এ “bhikari” (ভিখারি) লিখলেই উঠে আসছে ইমরান খানের ছবি৷

জম্মু কাশ্মীর ইস্যুতে ক্ষোভের বসে  ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান৷ আবার অন্যদিকে  চিন, সৌদি আরব এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওপর যেখানে অনেকটাই নির্ভরশীল পাকিস্তানের অর্থনীতি। তবে এই সিদ্ধান্তে বেশ বড়ো ধাক্কা খায় পাকিস্তানের অর্থনীতি।আর্থিক অনুদান একধাক্কায় ৪৪০ মিলিয়ন ডলার কমিয়ে দিল আমেরিকা। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর পাকিস্তান আর্থিক অনুদান বাবদ পাবে ৪.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১,০০০ কোটি টাকা।

 

সব মিলিয়ে বর্তমানে নাজেহাল অবস্থা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। তাই বলে এভাবে তাকে গুগল ট্রল করে দেবে এ কিন্তু সত্যিই বেশ অদ্ভুত বিষয়।

 

 

সম্পর্কিত খবর