কোহলির মতে এই মুহূর্তে ভারতীয় পেস আক্রমণই বিশ্বসেরা।

জাহির খান ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট মহলে একটা বড় চিন্তার সৃষ্টি হয়েছিল সেটা হল এবার থেকে টেষ্টে বিপক্ষ দলের 20 টি উইকেট নেওয়া। 2014 সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলি কে খেলতে হয়েছিল উমেশ যাদব, মহম্মদ শামীদের নিয়ে। কিন্তু সেই সময় টেষ্ট ক্রিকেটে এই ভারতীয় বোলাররা নিজেদের ছাপ ফেলতে পারে নি। তবুও তাদের নিয়েই কাজ চালিয়ে যান অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামীর গতি এবং সুইং থাকলেও লাইন লেংথে যথেষ্ট সমস্যা ছিল তার, সেই সাথে ফিটনেসেও অসুবিধা ছিল। ভাবেনশ্বর কুমারের সুইং থাকলেও তার বলে একদম গতি ছিল না। অন্যদিকে ফিটনেস সমস্যায় অনেকটা পিছিয়ে পড়েন উমেশ যাদব। সেই সময় দলের প্রত্যেক খেলোয়াড়দের ফিট রাখার জন্য বিশেষ উদ্যোগ নেন অধিনায়ক বিরাট কোহলি।

কোহলি খেলোয়াড়দের ফিট রাখার জন্য বেশ কয়েক পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল প্রথমেই তিনি খেলোয়াড়দের খাদ্যাভ্যাস বদলে দেন। বদল আনেন তাদের খাদ্য তালিকায়।

100660563a16c01b1715239ad2a790aa874662317

ফিট থাকার জন্য এই মুহূর্তে মাছ, মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন কোহলি। উমেশ যাদব, মহম্মদ সামি, ইশান্ত শর্মাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন তেল মসলা জাতীয় সমস্ত খাবার। এখন ইশান্ত, উমেশদের খাবারের তালিকায় রয়েছে ঝলসানো চিকেন এবং মাখন ছাড়া আলু পরোটা। আর এইসব খেয়ে যে তাদের ফিটনেসের ব্যাপক উন্নতি হচ্ছে তার প্রমাণ ক্রিকেট মাঠে তারা পাচ্ছেন। উমেশ, সামিরা নিজেদের ওজন কমিয়ে এবং নিজেদেরকে পুরোপুরি ভাবে ম্যাচ ফিট রাখতে পারায় এই মুহূর্তে ভারতীয় পেস বোলিং আপকে বিশ্বসেরা করে তোলার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে।

আর নিজের দলের বোলারদের এরকম সুন্দর ফিটনেস এবং সুন্দর বোলিং পারফরম্যান্স দেখে সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন যে যদি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে বিশ্বের সেরা তিন পেস আক্রমনের মধ্যে ভারতীয় পেস বোলিং আক্রমণ কে রাখা যায় কি না? তবে আমি বলবো অবশ্যই ভারতীয় পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলিং আক্রমণ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর