কলকাতা জাদুঘরে গুলো চালানোর ঘটনায় নয়া মোড়! অভিযুক্তের টার্গেট ছিলেন অন্য এক অফিসার

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা জাদুঘরে গুলি চালানোর ঘটনা এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। সূত্র মারফত জানা গেছে অভিযুক্ত জওয়ানের টার্গেট ছিলেন ইন্সপেক্টর সমাদ্দার নামে একজন। আরো সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনার পর নিজে আত্মহত্যা করার ছকও কষেছিলেন অভিযুক্ত অক্ষয় মিশ্র।

কেন টার্গেট ইন্সপেক্টর সমাদ্দার? ভারতীয় মিউজিয়ামে যে ব্যারাক আছে সেখানেই থাকেন সিআইএসএফ জওয়ান বা কম্যাডান্টরা। সম্পূর্ণ জাদুঘরের নিরাপত্তা দায়িত্ব থাকে তাদের উপরেই। শনিবার ঘটনাটি সামনে আসার পর খানিকক্ষণ পরেই জানা যায় এই ঘটনাটি ঘটিয়েছেন অক্ষয় কুমার মিশ্র নামে একজন। তিনি হঠাৎই তার সার্ভিস রিভলভার থেকে গুলি ছোঁড়েন। জানা যায় সেই গুলি গিয়ে লাগে ইন্সপেক্টর সমাদ্দারের গায়ে। পরবর্তীতে জানা যায় ইন্সপেক্টর সমাদ্দার বাঁচে গেলেও গুলি লেগেছে এএসআই-এর।

সূত্র মারফত জানা গেছে, অক্ষয় কুমার মিশ্র এর রাইফেল থেকে গুলি বের হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইন্সপেক্টর সমাদ্দার। জাদুঘরের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি। জানা গেছে অভিযুক্ত অক্ষয় কুমার মিশ্রর সাথে দীর্ঘদিন ধরে বচসা চলছিল এই ইন্সপেক্টর সমাদ্দারের। ফলে সেই রাগ থেকেই তাকে টার্গেট করে গুলি চালান অভিযুক্ত জওয়ান। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পুলিশ গোটা জাদুঘর চত্বর ঘিরে ফেললে তিনি ভিতরে গিয়ে আত্মগোপন করেন।

সূত্রের খবর, হেড কনস্টেবল – অক্ষয় কুমার মিশ্র, ওডিশার ঢেনকানালের বাসিন্দা। তিন দিন আগে বাবার মৃত্যু হলে ছুটি চেয়েছিলেন। তবে তার ছুটির আবেদন বাতিল করা হয়েছিল। সেই নিয়ে দ্বন্দ্ব চলছিল ইন্সপেক্টর সমাদ্দার ও অভিযুক্ত জওয়ান অক্ষয় কুমার মিশ্রের মধ্যে। পুলিশ অনুমান করছে সেই রাগের উপর ভিক্তি করেই ইন্সপেক্টর সমাদ্দারকে গুলি করে হত্যা করে নিজে আত্মঘাতী হওয়ার ছক কষে ছিল অক্ষয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর