৫ লক্ষ টাকা পুরস্কার CWG-তে সোনাজয়ী অচিন্ত্যকে, মোহনবাগান ক্লাব টেন্ট উদ্বোধন অনুষ্ঠানে ঘোষণা মমতার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতে ভারত এবং বাংলার মুখ উজ্জ্বল করেছেন হাওড়ার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। এদিন মোহনবাগানের নতুন টেন্টের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নতুন ক্লাব তাঁবুর জন্য মোহনবাগান ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকেও ৫০ লক্ষ টাকা দান করেছেন তিনি। পাল্টা হিসাবে মমতা ব্যানার্জির হাতে লাইফ মেম্বারশিপ কার্ড তুলে দেওয়া হয় সবুজ মেরুণ ক্লাবের পক্ষ থেকে।

achintya

ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মমতা ব্যানার্জি বলেছেন, “কমনওয়েলথ থেকে এবার দেশকে সোনা এনে দিয়েছেন অচিন্ত্য শিউলি। ওকে নিয়ে আমরা সকলে গর্বিত। আগামী ১৬ই আগস্ট আমরা খেল দিবস পালন করবো। সেদিনই ওর হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেব।” অচিন্ত্য শিউলির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে কমনওয়েলথ স্কোয়াশে সিঙ্গলসে সোনা এবং মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জয়ী সৌরভ ঘোষালকে। তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে।

saurav ghosal

মোহনবাগান সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, ”মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজে। আমি গোটা সবুজ মেরুণ পরিবারকে এবং ক্লাবের ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই। ভারতীয় ফুটবলের ইতিহাস কোনও দিনও ভুলবে না যে স্বাধীনতার আগে খালি পা নিয়ে বুট পড়া ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই ক্লাবের ফুটবলাররা।”

এর পরে তিনি আরও যোগ করে বলেন, ”সেইসময় গোটা দেশ জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন চলছিল, তার পাশাপাশি মোহনবাগান ক্লাব ফুটবলের মধ্যে দিয়ে এই জাতীয়তাবোধকে সকলের কাছে পৌঁছে দিয়েছেন। যাদের চেষ্টার এই ক্লাবটি অসম্ভবকে সম্ভব করেছে এবং আগামী দিনের নজির স্থাপন করবে, তাদের গুরুত্ব অপরিসীম। এই ক্লাবগুলোকে কেন্দ্র করেই গড়ে ওঠে দেশপ্রেম, একতা ও সম্প্রীতি। মোহনবাগান ক্লাবের মাটি সোনার চেয়েও খাঁটি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর