অভিনেত্রী নীনা গুপ্তা করলেন স্বদেশীকতার সমর্থন, গ্রামের মহিলাদের দিলেন সোয়েটার বোনার কাজ

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয় দফা লকডাউনের মধ্যেই গত মঙ্গলবার জাতীর উদ্যেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এদিন তিনি দেশবাসীর উদ্যেশ্যে বিভিন্ন বার্তা দেওয়ার পাশাপাশি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, তা পরবর্তীতে দেশাবসীর উদ্যেশ্যে বিস্তারিত বিবরণ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

   

প্রধানমন্ত্রীর ‘লোকাল ফর ভোকাল’ উক্তিতে সমর্থন জানিয়েছে বলিউড
মঙ্গলবার দিন প্রধানমন্ত্রী তাঁর বিভিন্ন বক্ত্যব্যের মধ্যে এরও একটি বিষয়ের উপর জোর দিয়েছিলেন, তা হল দেশীয় দ্রব্যের জন্য সোচ্চার হও। অর্থাৎ বিদেশি পণ্য না ব্যবহার করে, বেশিরভাগ দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। দেশীয় দ্রব্যের প্রচারও করতে হবে। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের উপর ভিত্তি করে বলিউডের এর প্রভাবও পড়তে শুরু করে দিয়েছে।

অনুপ্রাণিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাও
প্রধানমন্ত্রীর এই উক্তিকে সমর্থন করছেন বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)। তিনি ভিডিও মারফত জানিয়েছেন, ‘আমি গর মুক্তেশ্বরের মহিলাদের নিয়ে গত ১৫-২০ দিন ধরে এইধরনের একটি কাজ করছি। এখানে কর্মহীন হয়ে পড়া কয়কেজন মহিলাকে আমি সোয়েটার বানানোর কাজ দিই। এই কাজের জন্য আমার মোট ১ হাজার টাকা খরচ হয়েছে। ওরা কাজ পেল, রোজগার হল। আর আমি সোয়েটারও পেলাম’।

https://www.instagram.com/tv/CAKEE8vgaaq/?utm_source=ig_embed

তিনি আরও জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এবছর পর্যটক সেভাবে না আসার কারণে, ওইসকল মানুষেরা সেভাবে অর্থ উপার্জন করতে পারছে না। ওরা মোজাও বানায় আবার। তাই আমি আমার স্বামীর জন্যও ওদের সোয়েটার বানাতে বলি। হাতে তৈরি জিনিস ব্যবহার করার মজাই আলাদা’।

প্রশংসিত নীনা
নীনা গুপ্তার এই ভিডিও দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। এমনকি অনেকে তাঁর কাছ থেকে ওইসকল মহিলার ঠিকানা এবং নম্বরও চেয়েছেন। এই সংকটের সময়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর