CAA নিয়ে মুখ খুললেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর

বাংলা হান্ট ডেস্কঃ  দেশজুড়ে জোরদার আন্দোলন চলছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফের সরব হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী  স্বরা ভাস্কর । এই আইনের বিরুদ্ধে এবার গ্ল্যামার দুনিয়াও একে একে প্রতিবাদ জানাচ্ছে । তিনি বলেছেন, এ দেশের মাটিই নাগরিকত্ব দেয় দেশের প্রতিটি মানুষকে । এ দেশের মানুষের প্রতিটি শিরা উপশিরায় যে রক্ত বইছে, সেখানে রয়েছে দেশের সংবিধান, তাই এই নাগরিকত্ব কেউ ছিনিয়ে নিতে নিতে পারবে না । কেউ চাইলেও তা করতে পারবে না বলে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন স্বরা ভাস্কর ।

02 02 2020 swara bhaskar in indore mp 202022 61524

শুধু তাই নয়, মানুষের মধ্যে হিংসা ছড়ানোয় বদ্ধপরিকর হয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এ দেশে তা কিছুতেই সম্ভব হবে না । পাশপাশি তিনি আরও সংযোজন করেছেন, মোদি সরকার দেশের সংবিধানের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে । এত বড় অভিযোগ এনেছেন মোদি-শাহদের বিরুদ্ধে ।

সম্প্রতি দিল্লির জেএনইউ –তে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর হামলার প্রতিবাদেও এদিন সরব হন অভিনেত্রী । নিজের সোশ্যাল হ্যান্ডেসেও ওই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর ।

সম্পর্কিত খবর