‘যে নেতারা সাইকেল চড়ত, তারা এখন চারচাকা চড়ে’- তৃণমূলকে আক্রমণ অধীরের

বাংলাহান্ট ডেস্কঃ বাম-কংগ্রেসের বিষয়ে প্রকাশ্যে খোলসা করলেন অধীররঞ্জন চৌধুরী (adhir chowdhury)। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ শনিবার নওদার আমতলা সভায় সকলের সামনে এমনটাই জানালেন। সেইসঙ্গে বললেন, ‘সাধারণ মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সমর্থন করবে’।

শনি রবিবার সভা সেরে সোমবার সাগরদিঘির সভায় সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তৃণমূলের চলে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে বলে কটাক্ষ করা থেকে শুরু করে তৃণমূল নেতাদের পূর্বেকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার পার্থক্য তুলে ধরলেন কংগ্রেস সভাপতি।

অধীররঞ্জন চৌধুরী বললেন, ‘গ্রামের মানুষের উৎসব, একসঙ্গে ভোটে অংশগ্রহণ করার অধিকার মুশির্দাবাদের মানুষের থেকে কেড়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা আর পুলিশ একজোট হয়ে মুশির্দাবাদের মানুষের পঞ্চায়েত ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এইভাবেই শাসক দল ২০ হাজার ভোট পেয়েছিল বিনা প্রতিদ্বন্ধিতায়। অর্থাৎ ৩৪ শতাংশ আসন জিতেছিল বিনা লড়াইয়ে’।

তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূলের বন্ধুরা আপনাদের যাবার দিন এসেছিল। এবার তৃণমূলকে হারানোর জন্য কংগ্রেসের প্রয়োজন নেই, তৃণমূল বলছে নিজেই হারাবে। তাই তৃণমূলের নেতা কর্মী সকলে বুঝেই গেছে, যেকটা দিন আছে, কোনরকমে কামিয়ে নেও, চালিয়ে যাও’।

তৃণমূল নেতাদের পূর্বেকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার তুলনা টেনে বলেন, ‘খেয়াল করে দেখবেন যারা আগে সাইকেল চড়ত, তারা এখন চারচাকা চড়েন। যারা আগে বিড়ি খেত, তারা এখন সিগারেট খায়। যারা চুলাই খেত, তারা হুইস্কি খায়। খোঁজ নিয়ে দেখবেন এটাই বাংলা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর