সেনা প্রধান বিপিন রাওয়াতকে বিজেপি নেতা বলে কটাক্ষ অধীরের

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যেভাবে দেশ জ্বলছে তাতে দেশের সামগ্রিক প্রেক্ষাপট একেবারে খারাপ হওয়ার জোগার। যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। আর তাতেই দেশজুড়ে শুধুই নিন্দার ঝড় উঠেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষজন এই নাগরিকত্ব আইনের বিরোধিতা করে চলেছে তা নিয়ে নতুন করে সমালচনার ঝড় উঠেছে। তবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে সমালচনা করেছেন সেনা প্রধান বিপিন রাওয়াত।

তবে এবার বিপিন রাওয়াতের সিএএ নিয়ে মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন সাংসদ অধীর চৌধুরী। তাঁকে বিজেপি নেতা বলে মনে হচ্ছে এমনটাই বলেন সাংসদ অধীর চৌধুরী। পাশপাশি তিনি আরও বলেন, নাগরিকত্ব সংসোধনী আইন নিয়ে যেভাবে সেনা প্রধান বিপিন রাওয়াত মন্তব্য করলেন তা আপত্তিকর ও নীতিহীন এবং সীমার বাইরে বলে মন্তব্য করেন।

পাশাপাশি তিনি আরও বলেন ভারতীয় সেনার নিরপেক্ষতা ধরে রাখার  দায়িত্ব পালন করা উচিত। উল্লেখ্য, বৃহস্পতি বার এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করা হচ্ছে। পড়ুয়াদের নেতৃত্বে বিভিন্ন মিছিল থেকে হিংসা ছড়ানো হচ্ছে। এটা সঠিক নয়। হিংসা, অশান্তিতে নেতৃত্ব দেওয়া আদর্শ নেতাদের কাজ নয়। মানুষকে ভুল বোঝানো হচ্ছে।”

তাই তো আইন সম্পূর্ণ ভাবে পড়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদিও এখানেই তিনি থেমে থাকেননি,নেতৃত্ব দেওয়ার কাজ খুব কঠিন বলেও মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আরও বলেন কেউ নেতৃত্ব দিলে তাঁকে অনুসরন করা উচিত। এমনকি নেতৃত্ব দেওয়ার কাজকে সহজ ভাবে নেওয়াটাও ঠিক নয় বলে জানান তিনি। যদিও বিপিন রাওয়াতের এই মন্তব্যকে একেবারেই ভালো চেখে দেখেনি বামেরা। তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছে বামেরা।

সম্পর্কিত খবর