পশ্চিমবঙ্গে নতুন দুটি রাজধানী করা হোক, বললেন অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে জ্বলে উঠলেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir ranjan chowdhury)। সভার মঞ্চে দাঁড়িয়েই গর্জে উঠলেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। ভোটের সময়ই উত্তরবঙ্গের কথা মনে বলে- বলেও অভিযোগ করলেন তিনি।

নির্বাচন আসন্ন। তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা যেভাবে পারছেন একে অন্যকে কোণঠাসা করার খেলায় মেতে উঠেছেন। বিভিন্ন সভা সমাবেশ থেকে চলছে বাংলার মানুষের জন্য প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি বিরোধীদের দুর্বলতা খুঁজে বের করা। সেইমতই শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে নির্বাচনীর প্রচারে উপস্থিত হয়েছিলেন অধীর চৌধুরী। সেখানে থেকেই একহাত নিলেন বিজেপি তৃণমূলকে।

adhir ranjan chowdhury,অধীর চৌধুরী

উত্তরবঙ্গের পর্যটন শিল্পের বর্তমান দশা প্রসঙ্গ তিনি বলেন, ‘উত্তরবঙ্গের অর্থনীতি ক্রশম দুর্বল হয়ে পড়ছে। কারণ পর্যটন শিল্পের মুঠো ক্রমশ আলগা হতে শুরু করেছে। এতদিন যাবৎ দার্জিলিংই প্রথম পছন্দের জায়গা ছিল ভ্রমণ পিপাসুদের কাছে। কিন্তু আজ দেখুন তারা সব সিকিমের গ্যাংটকের দিকে ছুটছেন। সরকারের উদাসীন মনভাবই আজকের পরিস্থিতির জন্য দায়ী’।

অধীর চৌধুরী অভিযোগের সুর তুলে বলেন, ‘ভোটের সময় এলেই সকলের উত্তরবঙ্গের কথা মনে পড়ে। কই গত ১০ বছরে তো মমতা সরকারের একবারও উত্তরবঙ্গের কথা মনে পড়েনি। আর এখন নির্বাচন এগিয়ে আসতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যত মাথা ব্যাথা!’

মঞ্চে দাঁড়িয়ে অধীর চৌধুরী এক অভিনব দাবি জানান। পশ্চিমবঙ্গের বাণিজ্যনগরী করতে হবে শিলিগুড়িকে এবং দুর্গাপুরকে করতে হবে শিল্প-রাজধানী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর