টাইমলাইনবিনোদন

আদিলই মেরেছেন তাঁর মাকে! পরকীয়ার অভিযোগ তুলে নিজের স্বামীকেই গ্রেফতার করালেন রাখি

বাংলাহান্ট ডেস্ক: নিকাহ নাটক পর্বের অবসান এখনো হয়নি। স্বামী আদিল খান দুরানির (Adil Khan Durani) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনার পর মঙ্গলবার নাকি গ্রেফতার হয়েছেন তিনি। রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) নিজে জানিয়েছেন, তিনিই আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আদিল নাকি তাঁকে চড় মেরেছেন। মঙ্গলবার ওশিওয়ারা থানার পুলিস গিয়ে নাকি রাখির স্বামীকে গ্রেফতার করেছে বলে খবর।

গত মাস থেকেই সংবাদ শিরোনামে ঘোরাফেরা করছেন রাখি সাওয়ান্ত। আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ইসলাম গ্রহণ করে নামও বদলে ফেলেছিলেন রাখি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়দিনই কোনো না কোনো নাটক লেগে থাকে তাঁর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে রাখিকে বলতে শোনা যায়, এগুলো কোনো নাটকই হচ্ছে না। আদিল সত্যিই তাঁকে চড় মেরেছেন, তাঁর টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।

rakhi

রাখি আরো জানিয়েছেন, মঙ্গলবার সকালেও নাকি আদিল তাঁকে মারতে তাঁর বাড়িতে এসেছিলেন। জোরজবরদস্তি বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই পুলিস এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় বলে খবর।

রাখি এর আগে দাবি করেছিলেন, ‘তনু’ বলে অন্য একটি মেয়ের সঙ্গেই নাকি থাকছেন আদিল। শুধুমাত্র বলিউডে আসার জন্য রাখিকে ব্যবহার করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর দেড় কোটি টাকাও নাকি নিয়ে নিয়েছেন আদিল। তবে তিনিও ছাড়বেন না। আদালতে যাবেন বলে শাসিয়েছেন রাখি।

রাখি অভিযোগ করেছেন, আদিলের জন্যই নাকি নিজের মাকে হারিয়েছেন তিনি। যদি তাঁর চিকিৎসা আগে শুরু হত তাহলে মাকে বাঁচিয়ে রাখতে পারতেন। আদিলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে রাখির দাবি, তাঁর জন্যই নিজের মাকে হারিয়ে ফেলেছেন তিনি।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker