যুবকদের জন্য সুখবর, হবে বহু কর্মসংস্থান, বাংলায় রং কারখানা খুলছে Aditya Birla Group

বাংলাহান্ট ডেস্কঃ একের পর এক সাফল্যের পথে বাংলা (west bengal)। এবার এই বাংলাতেই রং কারখানা খুলতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী (aditya birla group)। শুধু তাই নয়, সেই মর্মে নবান্নের আধিকারিকদের সঙ্গে কথা বলে খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুরে ৮০ একর জায়গায় পছন্দও করে ফেলেছে এই গোষ্ঠী।

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক চললে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই কারখানা চালু হয়ে যাবে। সরাসরি কর্মসংস্থান পেতে পারেন ৬০০ জন মানুষ এবং পরোক্ষভাবে চাকরি পেতে পারেন প্রায় দেড় হাজার মানুষ। বাংলায় এই প্রকল্পের জন্য প্রায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ৪ ঠা অক্টোবর একটি লিখিত প্রস্তাব দেয় আদিত্য বিড়লা গোষ্ঠী। যেখানে একটি রং কারখানা স্থাপনের বিষয়ে বলা ছিল। সেই মর্মেই এই শিল্প গোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বজাজ ও মুখ্য প্রধান পরিচালন আধিকারিক (সিওও) অজিত কুমার বৃহস্পতিবার বৈঠক করেন নবান্নের মুখ্যসচিবের সঙ্গে। তাঁরা খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুরে ৮০ একর জায়গায় এই কারখানা গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই বাংলার শিল্পে অর্থ বিনিয়োগ করতে চলেছে ইটালি (italy)-এমন খবরও পাওয়া গিয়েছে। বাংলার বস্ত্রশিল্প, ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সেরেছেন ইটালির কনসাল জেনারেল। গত সোমবারই দিল্লী থেকে কলকাতায় এসে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকও করে গিয়েছেন তিনি। আর সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই মৌ স্বাক্ষরও করা হবে বলে জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর