ড্র ছোটদের ডার্বি! আদিত্যর গ্লাভসে ভর করে সবুজ মেরুণ শিবিরের বিরুদ্ধে হার বাঁচালো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত কোন গোল হলো না। অমীমাংসিত ভাবে শেষ হলো রিল্য়ায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (East Bengal vs ATK Mohun Bagan) ছোটদের ডার্বি (Kolkata Derby)। এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করল সবুজ মেরুন শিবির। অপরদিকে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতার পর আজ নিজেদের চতুর্থ ম্যাচে প্রথমবার পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হয় ০-০ ফলেই।

এই হারের কারণে এটিকে মোহনবাগান শিবির বেশি হতাশ হবে। কারণ খাতায়-কলমে অনেক বেশি শক্তিশালী দল নিয়ে আজ মাঠে নেমেছিল তারা। কিয়ান নাসিরি, হামতে, রিকি স্যাবং, সুমিত রাঠি, নাগদম্বা নাওরেম, অর্শের মতো তারকাদের দিয়ে ভর্তি ছিল তাদের দল। ছোটদের মনোবল বাড়ানোর জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দীপক টাংরি, জনি কাউকো, তিরির মতো সিনিয়র ফুটবলাররাও।

আজ এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলকে ধরে ফেলার সুযোগ ছিল এটিকে মোহনবাগানের সামনে। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি নষ্ট করেন হামতে। দুর্দান্তভাবে পেনাল্টি বাঁচান ইস্টবেঙ্গলের প্রতিভাবান গোলরক্ষক আদিত্য পাত্র। এরপর বিপজ্জনক রিবাউন্ডটি থেকে সুহেল ভাটের শটও দুর্দান্তভাবে সেভ করেন তিনি। আজকে ছোটদের ডার্বিতে নায়ক হয়ে যান ইস্টবেঙ্গল গোলরক্ষকই।

aditya patra

চোখে পড়ার মতো পারফরম্যান্স করেছেন ডিফেন্ডার অতুল উনিকৃষ্ণন। ভবিষ্যৎ তিনি সিনিয়র দলের তারকা হয়ে ওঠার ক্ষমতা রাখেন। তার ওপর হয়তো লক্ষ্য রাখবে অন্যান্য দলগুলিও। তবে যেমনটা প্রত্যাশা করা হয়েছিল সেই অনুযায়ী ম্যাচের বেশি দাপট নিয়ে ফেলেছিল এটিকে মোহনবাগান। তা সত্ত্বেও যে তাদেরকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়নি, এর জন্য ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কৃতিত্ব দাবি করতেই পারেন।

পরপর দুই ম্যাচে ইউনাইটেড স্পোর্টস এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলো এটিকে মোহনবাগান। যদিও তারা শুরু করেছিল মহামেডানকে উড়িয়ে দিয়ে। অপরদিকে নিজেদের গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে শেষ মুহূর্তে শ্যামলের গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। দুর্ভাগ্যবশত আজ তেমনটা হয়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর