হরিয়ানায় জিতে আসা 93 শতাংশ বিধায়ক কোটিপতি: এডিআর রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : সদ্য নির্বাচিত হরিয়ানার বিধায়কদের 93 শতাংশই কোটিপতি, এমনটাই বলছে নির্বাচন নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর৷ এবারের বিধানসভা নির্বাচনে 90 টি আসনে ভোট হয়েছে৷ বিধায়ক নির্বাচিত হয়েছে 84 জন৷ আর এই 84 জনের প্রত্যেকেই নাকি কোটি কোটি টাকার মালিক৷ নির্বাচনের আগে প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্লেষণ করে এমনই রিপোর্ট প্রকাশ করেছে এই ডি আর৷

যদিও গতবারের বিধানসভা নির্বাচনের জন্য এ বার বিধানসভা নির্বাচনে বিধায়কদের সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি৷ এ ডি আর এর তথ্য অনুযায়ী 2014 সালে নির্বাচিত বিধায়কদের গড় সম্পত্তির পরিমাণ ছিল 12.97 কোটি টাকা কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে বিধায়কদের গড় সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 18.29 কোটি টাকায় অর্থাত্ সংস্থার হিসেব অনুযায়ী গত বিধানসভা নির্বাচনের তুলনায় চলতি বিধানসভা নির্বাচনে কোটিপতি বিধায়কদের সংখ্যা অনেকটাই বেশি৷

বিজেপি কিংবা কংগ্রেস কোনও দল নির্বিশেষে নয় বিধায়কদের মধ্যে প্রত্যেকেই কোটিপতি এটা বলাই যায়৷ বিজেপি ও কংগ্রেস মিলিয়ে মোট 66 জন বিধায়ক কোটিপতির তালিকায় রয়েছেন৷ উল্লেখ্য সদ্য সমাপ্ত হরিয়ানা বিধানসভা নির্বাচন এখন ত্রিশঙ্কু পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে৷ যদিও বিজেপি 40 আসন পেয়েছে কিন্তু তা থেকেও ম্যাজিক ফিগার সম্পূর্ণ করতে পারেনি মোদী সরকারের দল৷

তাই নির্দল আর লোকহিত পার্টির বিধায়করা আবার বিজেপিকে সমর্থন করছে, আবার অন্য দিকে কংগ্রেস এবং দুশমন্ত চৌতালা জে জে পি, এক হয়েছে৷ তাই নির্দল আর লোকহিত দলের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ তাই তো গেরুয়াবাহিনী হরিয়ানার শাসন ক্ষমতা হাতে তুলে নিতে চলেছে তা নিশ্চিত৷

সম্পর্কিত খবর