দার্জিলিংয়ে বসে লতা মঙ্গেশকরের গান ধরলেন আদৃত, ‘উচ্ছেবাবু’র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: গোটা এক সপ্তাহ কেটে গিয়েছে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণের পর। কিন্তু তাঁর বিদায়ের কষ্টটা এখনো প্রবল ভাবে বুক বাজছে দেশবাসীর। গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করে ‘ভারতের নাইটিঙ্গেল’। এই এক সপ্তাহে তারকা থেকে আমজনতা, সকলেই নিজ নিজ ভঙ্গিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন কিংবদন্তি গায়িকাকে।

এবার লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। ‘মিঠাই’ এর সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে গানেও অত‍্যন্ত দক্ষ তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। সুরসম্রাজ্ঞীর গাওয়া অন‍্যতম জনপ্রিয় গান ‘লগ যা গলে’ গেয়ে শ্রদ্ধা জানালেন আদৃত।


নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে আদৃত লিখেছেন, ‘মা সরস্বতীকে উদ্দেশ‍্য করে, অমর লতা মঙ্গেশকর জি’। তাঁর গানের ভিডিওতে এখনো পর্যন্ত লাইক পড়েছে ৪৫ হাজারের বেশি। খালি গলায় আদৃতের সুরেলা কণ্ঠের প্রেমে পড়েছেন অনেকেই।

দার্জিলিংয়ে ভিডিওটি শুট করেছেন আদৃত। এই মুহূর্তে শৈল শহরেই রয়েছে ‘মিঠাই’ এর টিম। টিআরপি কমতেই আউটডোর শুটিংয়ে গিয়েছে সিরিয়ালের গোটা টিম। এর আগেই দার্জিলিংয়ের গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে পর্দার দাদাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন আদৃত। সেই সঙ্গে অনুরাগীদের আবদার মেনে একটি রিল ভিডিও বানিয়েছেন তিনি।

https://www.instagram.com/tv/CZ80fXghWlG/?utm_medium=copy_link

সিরিয়ালে এই মুহূর্তে দেখানো হচ্ছে, মিঠাইয়ের স্পোকেন ইংরেজি ক্লাসের পার্টনারের উপরে বেশ হিংসেই হচ্ছে সিডের। বিশেষ করে সম্প্রতি মিঠাই তার পার্টনারকে প্রোপোজ করা শেখাতে গেলে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে পার্টনারের কলার চেপে ধরে উচ্ছেবাবু। অবশ‍্য তারপরেই মিটে যায় ভুল বোঝাবুঝি।

অন‍্যদিকে দাদাই প্রস্তাব দেন, তিনি ঠাম্মির সঙ্গে দার্জিলিংয়ে হানিমুনে যাবেন। সঙ্গে যাবে মিঠাই সিদ্ধার্থ ও হল্লা পার্টি। পাহাড়ে গিয়েই প্রেমটা আরো জমতে পারে সিড মিঠাইয়ের। শেষমেষ হয়তো মিঠাইকে প্রোপোজও করেই দেবে উচ্ছেবাবু। এই আশাতেই বসে রয়েছে দর্শকরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর