তালিবানি আতঙ্কের মাঝেই ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রশিদ খানদের বোর্ড

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে এখন আশঙ্কার বাতাবরণ, ২০ বছর পর ফের একবার তালিবান মসনদে ফেরার পর থেকেই নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ভয়। যার জেরে কাবুল বিমানবন্দরের মধ্য দিয়ে এই সময় চলছে গণ পলায়ন। শুধু দেশের রাজনৈতিক পরিস্থিতি নয় আশঙ্কা তৈরি হয়েছিল শিল্প-সংস্কৃতি, খেলাধুলা এবং বিনোদন নিয়েও। ক্রিকেটে এই মুহূর্তে ধীরে ধীরে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে আফগানিস্তান। রাশিদ খান সহ তাদের দেশের একাধিক ক্রিকেটার এখন বিদেশি লিগে যথেষ্ট পরিচিত মুখ।

   

এখন তালিবান জমানায় ক্রিকেটের অবস্থা কি হবে তা নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন চিহ্ন। বিশেষত অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে পৌঁছেছিল তালিবানরা, তা যথেষ্ট আশঙ্কিত করেছিল সকলকে। কিন্তু তারপরেই জানানো হয়, তালিবানরা ক্রিকেট ভালোবাসে, তাই কাবুল দখল করলেও ক্রিকেটের সেভাবে কোনও ক্ষতি হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, তালিবানদের দলে দেখা গিয়েছিল আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল্লা মাজারিকেও।

এবার কার্যত কথা রাখলো তালিবান, টালমাটাল পরিস্থিতির মধ্যেও নিয়ন্ত্রণেই রইল আফগান ক্রিকেট। আজ বোর্ডের তরফে একটি টুইট করে জানানো হয়, “প্রাক্তন এবিসি চেয়ারম্যান আজিজউল্লাহ ফজলিকেই ফের কার্যকরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। আফগানিস্তান দলের আসন্ন প্রতিযোগিতার সব দায়িত্ব তিনিই সামলাবেন।”  ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন ফজলি। তার কার্যকালে, ভালই উন্নতি হয়েছে আফগান ক্রিকেটের। পরে অবশ্য তার জায়গায় আসেন ফারহান ইউসুফজাই।

তবে এবার ফের আরেকবার ফজলির উপরেই ভরসা দেখানো হল। সবচেয়ে বড় স্বস্তির জায়গা হয়তো এটাই যে আগামী দিনে ক্রিকেট চলতে থাকবে ক্রিকেটের মত। যদিও ফজলির জন্য কাজটা খুব সহজ হবে না। কারণ সামনেই পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন রশিদ খান, মহম্মদ নবীরা। কিন্তু এই মুহূর্তে সব দেশের সঙ্গেই বিমান পরিষেবা বন্ধ আফগানিস্তানের। তাই এই মুহূর্তে কি করে সিরিজ শুরু করা সম্ভব, তা নিয়ে যথেষ্ট ভাবনার জায়গা রয়েছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর