রশিদ-মুজিবের আক্রমণেই বিধ্বস্ত স্কটল্যান্ড, ১৩০ রানের বিরাট জয় পেলো আফগান বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল স্কটল্যান্ড। মূল পর্বে আজ তাদেরই প্রথম ম্যাচ ছিল আফগানিস্তানের সঙ্গে। কিন্তু সেই ম্যাচে ১১ ওভারও টিকতে পারল না স্কটল্যান্ড। রাশিদ খান দের সামনে প্রথম লড়াইতেই ১৩০ রানের বিরাট হারের সম্মুখীন হতে হল তাদের। এদিন শারজায় টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। আজ তার এই সিদ্ধান্তকে সফল প্রমাণিত করতে কোন ভুল করেননি আফগান ব্যাটসম্যানরাও।

প্রথম থেকেই মারমুখী মেজাজে শুরু করেন জাজাই এবং মহাম্মদ শাহজাদ। অবশ্য বেশিক্ষণ শাহজাদ ক্রিজে টিকে থাকতে পারেনি। ২২ রানের মাথাতেই তাকে ফিরিয়ে দিয়েছিলেন শরীফ। কিন্তু জাজাইয়ের ৩০ বলে ৪৪ এবং গুরুবাজের ৪৬ রানের দৌলতে স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। একইসঙ্গে নাজিবউল্লাহর ব্যাটিংও আজ ছিল দেখার মত, গুরুবাজ কিছুটা সময় নেওয়ায় নাজিবের উপর দায়িত্ব ছিল দ্রুতগতিতে রান তুলে আফগানিস্তানকে বড় রানে পৌঁছে দেওয়ার। আজ নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন নাজিব। ১৭৩.৫৩ স্ট্রাইক রেটে মাত্র ৩৪ বলে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। শেষে ভালো সঙ্গ দেন অধিনায়ক নাবিও।

ফলত নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কার্যত আফগানিস্তানি স্পিন অ্যাটাকের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হলো স্কটল্যান্ডকে। মুজিবুর রহমান এবং রশিদ খান মিলেই শেষ করে দেন বিপক্ষের সমস্ত প্রতিরোধ। একদিকে যখন চার ওভারে মাত্র ২০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন মুজিব, তখন অন্যদিকে মাত্র ২.২ ওভার বল করে ৯ রান খরচ করে বিপক্ষের চার ব্যাটসম্যানকে স্বীকার করেন রশিদ। বাকি থাকা একটি উইকেট তুলে নেন নভীন উল হক। ফলে ১০.২ ওভারে ৬০ রানের ইনিংস শেষ হয়ে যায় স্কটল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মুনসে।

আফগানিস্তানের স্পিন মিউজিক আগামী দিনে যেকোন দলের জন্যই যে ভয়ঙ্কর হয়ে উঠবে কার্যত তার একটি ছোট্ট ট্রেলার আজ দেখা গেল শারজায়। স্কটল্যান্ড হয়তো তেমন শক্তপোক্ত দল নয়, কিন্তু নিজেদের দিনে বড় বড় রথী-মহারথীদেরও যথেষ্ট সমস্যায় ফেলবে আফগানিস্তান। অন্তত তারই ইঙ্গিত দিয়ে গেল এই ম্যাচ।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর