দু দিন পেরিয়ে গেলেও বিজিবির হাতে আটক জলঙ্গির প্রণব, আতঙ্কে প্রহর গুনছে পরিবার

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার জলঙ্গির চর পাইক মাড়িতে মাছ ধরার সময় বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ডসের হাতে আটক হয়েছিল জলঙ্গির তিন মত্স্যজীবী, তাঁদের মধ্যেই ছিলেন প্রণব মণ্ডল। দুজনকে ছেড়ে দিলেও এখনও অবধি প্রণব মণ্ডলকে আটকে রেখেছে বিজিবি। প্রায় দুদিন পেরিয়ে গেলেও এখনও অবধি পরিবারের কাছে কোনও খবর নেই, তাই উত্কণ্ঠার সঙ্গে প্রহর গুনছে প্রণবের পরিবার। জানা গিয়েছে বিজেপির সঙ্গে বিএসএফ জওয়ানদের ফ্ল্যাগ মিটিং না হওয়া অবধি প্রণব মণ্ডলের ফেরার কোনও সম্ভাবনা নেই।

প্রণবের প্রতিবেশী সূত্রের খবর, বিকাশ অচিন্ত্য ও প্রণব তিনজনের পদ্মায় মাছ ধরতে গিয়েছিল কিন্তু মাঝ নদী থেকে তাঁদের বিজিবি ধরে নিয়ে যায়। জলঙ্গির সাহেব নগরের বাসিন্দা প্রণব মণ্ডল কবে ঘরে ফিরবেন? অপেক্ষায় রয়েছে প্রতিবেশীরাও। ইতিমধ্যে বিএসএফ জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা হলেও সদুত্তর পায়নি পরিবারের সদস্যরা। যদিও বিএসএফ সূত্রে জানানো হয়েছে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের চেষ্টা চলছে

তাই শীঘ্রই প্রণব মণ্ডলের ঘরে ফেরা নিয়েও আশাবাদী বিএসএফ। উল্লেখ্য, বৃহস্পতিবার জলঙ্গির চরে মাছ ধরতে যাওয়ার সময় জিরো পয়েন্ট থেকে প্রণব বিকাশ অচিন তাকে আটক করে নিয়ে যায় বিজিবি, সঙ্গে সঙ্গেই বিএসএফ জওয়ান তাঁদের উদ্ধার কাজে নেমে পড়ে। দুই মতস্যজীবি কে বিএসএফের হাতে তুলে দেওয়া হলেও আটকে রাখা হয়েছে প্রণবকে।

সম্পর্কিত খবর