২২ বছর পর NDA থেকে আলাদা হয়ে গেল অকালি দল, চাপের মুখে বিজেপি

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্যসভায় পেশ হওয়া কৃষি বিল (agriculture bill) বিগত বেশ কিছু দিন ধরে সরগরম রাজনৈতিক মহল। কৃষি বিলের প্রতিবাদে একাধিক জায়গায় দেখা গিয়েছে নানান ধরনের বিক্ষোভ প্রদর্শন। এমনকি কেন্দ্রের পেশ করা এই কৃষি বিলের প্রতিবাদে সেদিনই মন্ত্রী সভা থেকে ইস্তফা দিয়েছিলেন অকালি দলের (akali party) মন্ত্রী হরসিমরত কউর বাদল।

কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন
কেন্দ্র সরকার কৃষক স্বার্থ রক্ষার্থে সম্প্রতি দুটি কৃষি বিল প্রস্তাবিত করে। কিন্তু এই বিল নিয়েই বিরোধীরা চরম বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সেদিনের সভায় কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে স্পিকারের মাইক এবং রুল বুক ছিঁড়ে প্রতিবাদ প্রদর্শন করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। এই ঘটনার তীব্র নিন্দা করে তাকে মন্ত্রীসভা থেকে সাসপেন্ডও করা হয়।

image 151

ইস্তফা দিয়েছিলেন অকালি দলের মন্ত্রী
কৃষি বিলের প্রতিবাদে সেদিন কেন্দ্রের সিদ্ধান্ত না মানতে পেরে মন্ত্রীসভার ক‍্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন অকালি দলের মন্ত্রী হরসিমরত কউর বাদল ইস্তফা দেন। এবার সেই পথেই হাঁটল গোটা দল। সবচেয়ে পুরনো শরিক দল মোদী মন্ত্রী সভা থেকে ইস্তফা দিতে চলেছে।

মন্ত্রী সভা ছাড়ল অকালি দল
কৃষি বিল নিয়েই সংঘাতের জেরে কোর কমিটির বৈঠকে এনডিএ-ত্যাগের সিদ্ধান্ত নিল শিরোমণি অকালি দল। কৃষি বিল নিয়ে সংঘাতের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা। তাই এবার মন্ত্রীসভা ত‍্যাগের সিদ্ধান্ত নিল সবথেকে পুরোনো দল।

images 30 8

রাজ‍্যসভায় পেশ করা কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে গোটা দেশ জুড়ে দেখা দিয়েছে নানান বিক্ষোভ। কৃষি সংগঠনের ডাকা ভারত বন্ধের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কেন্দ্র সরকারকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। প্রাক্তন সভাপতি রাহুল কথায়, এই কৃষি বিল কৃষকদের স্বার্থ ক্ষুন্ন করবে। কৃষকদের উন্নতির থেকে অবন্নতি বেশি হবে। তারা স্বাধীনতা হারাবে, তাদের দাস করে রাখা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর