অনুষ্টুপের শতরানের পর বোলারদের দাপট! দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফিতে নিজেদের ষষ্ঠ ম্যাচে হরিয়ানার মুখোমুখি হয়েছে বাংলা (Bengal vs Haryana)। গতকাল টসে জেতার পর হরিয়ানার অধিনায়ক হর্ষল প্যাটেল (Harshal Patel) বাংলাকে প্রথমে ব্যাট করার নিমন্ত্রণ পাঠিয়েছিল। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম দিকেই পরপর কয়েকটা উইকেট হারিয়ে বেশ কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল বাংলা। ওপেনিংয়ে নামা অভিমন্যু ঈশ্বরণ অর্ধশতরান করে আউট হওয়ার পর সেই বিপত্তি আরো বেড়েছিল। কিন্তু তারপর বাংলা রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)।

গতকাল শতরান করে বাংলাকে তিনি পৌঁছে দিয়েছিলেন ভদ্রস্থ জায়গায়। প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩৩৫। দ্বিতীয় দিনে অনুষ্টুপ ১৪৭ রানের ব্যক্তিগত স্কোরে আউট হন। আকাশ দীপ, মুকেশ কুমার এবং ঈশান পোড়েল মূল্যবান রান যোগ করে বাংলাকে ৪১৯ রানের স্কোর অবধি পৌঁছে দেন।

anustup majumder

বাংলার বিপদের সময় বড় রান করাটা অভ্যাসে পরিণত করে নিয়েছেন অনুষ্টুপ। বাংলা রঞ্জি দলের সমর্থকদের প্রিয় রুকু-দার এটি ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বাদশ তম শতরান। তার এই দুর্দান্ত ব্যাটিং এরপর বোলারদের দায়িত্ব ছিল হরিয়ানাকে চাপে ফেলার। আর সেই কাজটা নিখুঁতভাবে করেছেন আকাশ দীপ, ঈশান পোড়েলরা।

শুরু থেকেই আকাশের দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে যায় হরিয়ানা। মাত্র ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর বল হাতে জ্বলে ওঠেন মুকেশ কুমার, ঈশান পোড়েলরাও। ১০০ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে বসে হর্ষল প্যাটেলের দল। আকাশ দীপের ৫ উইকেট নেওয়ার পাশাপাশি, কৃপণ বোলিং করে ২ উইকেট নেন ঈশান।

কিন্তু শেষ উইকেটে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দেন সুমিত কুমার ও আমন কুমার। বাংলার চিন্তা যখন বাড়ছে তখন সুদীপ ঘরামীর থ্রোয়ে রান আউট হন আমন। ৭৪ বলে ৭০ রান করে অপরাজিত থেকে যান সুমিত। ২৫৬ রানের বড় লিড পেয়েছে বাংলা। তারা ইচ্ছা করলে কাল ফলো অনও করাতে পারে হরিয়ানাকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর