১ দিন স্থিতিশীলতার পরে, বৃহস্পতিবার, আবার কমল পেট্রোল-ডিজেলের দাম

বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সাথে পাল্লা দিয়ে ভারতীয় বাজারেও কমল তেলের দাম। আজ পেট্রোলের দাম প্রতি লিটারে 15 পয়সা কমিয়েছে। ১ দিন স্থিতিশীলতার পরে, বৃহস্পতিবার, আবার কমল পেট্রোল-ডিজেলের দাম।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী বুধবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম 70.14 টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল 72.83 টাকা, মুম্বাইতে এটি ছিল 75.84 টাকা এবং চেন্নাইতে  ছিল 72.86 টাকা। রাজধানী দিল্লিতে ডিজেলের দাম ছিল প্রতি লিটারে 63.01 টাকা। একই সময়ে, কলকাতায় এক লিটার ডিজেল 65.34, মুম্বাইকে 65.97  এবং চেন্নাইতে 66.35 টাকা।

petrol diesel price today 1583547148

পাশাপাশি, আগামী এপ্রিল মাসেই সম্ভবত প্রতি লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে অনুমান। ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যার জেরে বাড়বে পেট্রল ও ডিজেলের দাম।

ইউরো-সিক্স এর নির্গমন মান অনুযায়ী ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’  ব্যবহার করতে হবে প্রতিটি দেশকে। ভারতে এতদিন যানবাহনে বিএস-ফোর বা ভারত স্টেজ-ফোর মানের জ্বালানি ব্যবহার করা হত। দূষন কমাতে এবার একবারে তা উন্নত করা হয়েছে বিএস-সিক্স মানে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বৃহস্পতিবার জানান, ইতিমধ্যেই বিএস-সিক্স বা ইউরো-সিক্স মানের জ্বালানি তেল উত্‍‍‌পাদন শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই তা ডিপোগুলিতে পৌঁছে যাবে। আগামী এপ্রিল মাসের পয়লা তারিখ থেকেই ভারতে চালু হবে এই নতুন বিধি।

সম্পর্কিত খবর