৫৫ বছর পর ভারত-বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি রুটে চালু হচ্ছে রেল পরিষেবা, উদ্বোধনে মোদী-হাসিনা

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ৫৫ বছর পর ফের রেলপথে যুক্ত হতে চলেছে পশ্চিম বাংলার হলদিবাড়ি ও ওপার বাংলার চিলাহাটি। ফের একবার এই রুটে চালু হতে চলেছে ট্রেন পরিষেবা। আগামী ১৭ ডিসেম্বর এই পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনটাই জানানো হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের [এনএফআর] পক্ষ থেকে।

১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানের চিলাহাটির সঙ্গে ভারতের কোচবিহারের হলদিবাড়ি রেল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর কেটে গিয়েছে ৫৫টা বছর। অবশেষে ফের একবার এই রুটে রেল চলাচল শুরু করতে আগ্রহী দুই দেশ। এনএফআরের জনসংযোগ আধিকারিক সুভান চন্দ এই প্রসঙ্গে জানান, আগামী ১৭ ডিসেম্বর এই পথে রেল চলাচল শুরু হবে এবং তার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা।

Capture 1 1

তবে এখনই এই পথে যাত্রীবাহী ট্রেন চলবে না। এখন এখানে শুধুমাত্র মালগাড়ীই চালানো হবে। হলদিবাড়ি থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র ৪.৫ কিলোমিটার। অন্যদিকে, সীমান্ত থেকে চিলাহাটি ৭.৫ কিলোমিটার। দেশভাগের আগে কলকাতা শিলিগুড়ি ব্রড গেজ রুটেই হলদিবাড়ি ও চিলাহাটি স্টেশন পড়ত। যদি এই রুটে যাত্রীবাহী পরিষেবা শুরু হয় তাহলে ভারত থেকে বাংলাদেশ ট্রেনপথে যেতে মাত্র ৭ ঘণ্টা লাগবে। এখন কলকাতা স্টেশন থেকে ঢাকা পৌঁছতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে।

সম্পর্কিত খবর