দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে সমর্থকদের একেবারে হতাশ করলেন বিরাট কোহলি, ব্যাট হাতে করলেন মাত্র ১৪ রান

বাংলা হান্ট ডেস্কঃ আজ সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এরফলে প্রথমে ব্যাটিং করতে আসে বিরাট কোহলির দল।

ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ইনিংস শুরু করেন বেঙ্গালুরুর দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং দেবদত্ত পাড়িকল। তরুণ ভারতীয় ব্যাটসম্যান দেবদত্ত পাড়িকল তার আইপিএলের অভিষেক ম্যাচে 42 বলে 56 রানের দুর্দান্ত ইনিংস খেলে বিজয় শংকর এর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

   

তারপরে ব্যাটিং করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ ছয় মাস লকডাউনে থাকার পর অবশেষে ক্রিকেটের 22 গজে ফিরলেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই বিরাট কোহলিকে ঘিরে তার সমর্থকদের মধ্যে এক আলাদা উন্মাদনা ছিল কিন্তু এইদিন ব্যাটিং করতে নেমে সমর্থকদের খুব একটা খুশি করতে পারলেন না বিরাট। বরং কোহলির ব্যাটিং দেখে হতাশ হলেন তার সমর্থকরা। 13 বলে মাত্র 14 রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় অধিনায়ক কোহলিকে। তবে আরসিবির হয়ে এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবি ডিভিলিয়ার্স। 30 বলে 51 রানের দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে আরসিবির স্কোর 163 রানে পৌঁছে দেন ভিভিলিয়ার্স। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 163 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর