কোম্পানির নাম বদলের পর এবার ফেসবুক বন্ধ করতে চলেছে এই পরিষেবা

বাংলাহান্ট ডেস্কঃ ফেসবুকে (facebook) ছবি আপলোড করতে গেলে, আপনার সঙ্গে থাকা ব্যক্তিটিও যদি এই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে তাঁর মুখের পাশে তাঁর আইডির নামও দেখিয়ে দেয় ফেসবুক। যার ফলে আপনার সঙ্গে সনাক্তকারী ওই ব্যক্তির প্রোফাইলেও সেই ছবি ট্যাগ হয়ে যায়। এবার এই প্রযুক্তি বন্ধ করতে চলেছে ফেসবুক।

সম্প্রতি নিজেদের নতুন নাম ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নাম ‘Meta’র সঙ্গে একাধিক নতুন প্রযুক্তিও নিয়ে এসেছে ফেসবুক। তবে দীর্ঘদিন ধরেই গোপনীয়তার ইস্যুতে বিতর্কের কেন্দ্রে ছিল ফেসবুক। এবার সেই বিতর্ক বন্ধ করতে ফেস রিকগনিশন বা চেহারা সনাক্তকরণ প্রযুক্তি বন্ধ করতে চলেছে ফেসবুক।

Meta

আগামী সপ্তাহ থেকেই এই পদ্ধতি বন্ধ করে দেবে ফেসবুক। যাতে করে দুজনের বা গ্রুপ ছবি পোস্ট করার সময় অন্যদের অ্যাকাউন্ট থেকেও সেই ছবি আর পোস্ট হবে না। যিনি পোস্ট করতে চাইবেন, শুধুমাত্র তাঁর অ্যাকাউন্ট থেকেই সেই ছবি পোস্ট হবে। ২০১৯ সালে এটি নিয়ে সমস্যা হওয়ার পর, তা ম্যানুয়ালি বন্ধ করার সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি জানান, ‘এই প্রযুক্তি অপসারণের ফলে এক বিলিয়নেরও বেশি মানুষের স্বতন্ত্র চেহারার টেমপ্লেট মুছে যাবে। এই পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে চলতে থাকা নানা অনিশ্চয়তার মধ্যে, ফেসিয়াল রিকগনিশনের ব্যবহারকে সীমাবদ্ধ রাখা হচ্ছে’।

প্রসঙ্গত, এই প্রযুক্তি ব্যবহারের জন্য ২০১৯ সালে ফেসবুককে ৫০০ মিলিয়ন জরিমানা করেছিল ফেডারেল ট্রেড কমিশন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর