ভারতের পর এবার ভাগ্য খুলল এই দেশের! সন্ধান পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম ভান্ডারের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের (India) জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের (Lithium) বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে যে, সেখানে প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুত রয়েছে। তবে, এবার আরও একটি দেশে সন্ধান মিলল লিথিয়ামের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ইরানে (Iran) বিপুল পরিমানে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে।

ইতিমধ্যেই ইরান দাবি করেছে যে, তারা দেশের পশ্চিম প্রান্তে লিথিয়ামের বিশাল ভান্ডার আবিষ্কার করেছে। এমতাবস্থায়, একটি স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রকের একজন আধিকারিক মোহাম্মদ হাদি আহমাদি দাবি করেছেন যে, ইরানে প্রথমবারের মতো হামেদানে লিথিয়ামের ভান্ডার আবিষ্কৃত হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লিথিয়াম ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। যা মোবাইল ফোনের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। ইতিমধ্যেই ইরান দাবি করেছে যে তারা ৮৫ লক্ষ টন লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করেছে। এমতাবস্থায়, ইরানের এহেন দাবির সত্য হলে তা হতে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়ামের ভান্ডার। অপরদিকে, আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে, বিশ্বের সবথেকে বেশি লিথিয়াম (৯২ লক্ষ মেট্রিক টন) মজুত রয়েছে চিলিতে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, লিথিয়ামকে “সাদা সোনা”-ও বলা হয়। কয়েক বছর ধরে, বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার সাথে লিথিয়ামের ঘাটতি ছিল। এই কারণে লিথিয়ামের দাম ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে, বৈদ্যুতিক গাড়ির বিক্রি কিছুটা কমে যাওয়ায় লিথিয়ামের দামও স্থিতিশীল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইরানে লিথিয়ামের সন্ধান পাওয়ার দাবি সত্য হলে এটি নিঃসন্দেহে দেশটির অর্থনীতির জন্য একটি বড় সুখবর হিসেবে বিবেচিত হবে।

whatsapp image 2023 03 07 at 6.19.17 pm (1)

এদিকে, বর্তমানে বিশ্বে প্রতিনিয়ত লিথিয়াম আবিষ্কৃত হচ্ছে। একাধিক দেশে লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। জানিয়ে রাখি যে, লিথিয়ামকে “Oil of the 21st century”-ও বলা হয়। এমতাবস্থায়, বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে লিথিয়ামের দাম আরও কমতে পারে। এছাড়াও, চলতি বছর থেকে লিথিয়ামের সরবরাহ ৩৪ শতাংশ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর