মাঝেরহাটের পর এবার ফাটল মহেশতলার সম্প্রীতিতে

বাংলাহান্ট ডেস্কঃ ফের কলকাতার উড়ালপুলে ফাটল দেখা গিয়েছে। তৈরি হবার মাত্র ১ বছরের মধ্যেই ফাটল ধরায় প্রশ্ন উঠে গিয়েছে উড়ালপুল তৈরির সময় ব্যবহৃত কাঁচামাল নিয়ে। শহরের উপকণ্ঠে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মঙ্গলবার রাত ন’টা নাগাদ পিলারে ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা।

   

এই উড়ালপুলটি মহেশতলা, বাটানগর, বজবজ, পুজালি প্রভৃতি এলাকার মধ্যে সংযোগ রক্ষা করে। ২০১৯ সালের জানুয়ারি মাসে বাটানগর থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত সম্প্রীতি উড়ালপুলের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের ঠিক ৬ মাস পরেই বিভিন্ন জায়গায় পিচ উঠতে শুরু করেছিল। নির্মাণের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছিলো তখন ই। এদিন ফের তিনটি পিলারে ফাটল দেখা দেওয়ায় আরও একবার নির্মাণকার্যের গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কলকাতার সঙ্গে বাটানগর ও বজবজকে যুক্তকারী বজবজ ট্রাঙ্ক রোড প্রয়োজনের তুলনায় সঙ্কীর্ণ হওয়ায় প্রতিদিন যানজট লেগেই থাকত। সেই সমস্যা থেকে রেহাই পাবার জন্য এই উড়ালপুল তৈরি করা হয়েছিল। এটিতে খরচ হয়েছে প্রায় তিনশো কোটি টাকা। ফাটল নজরে আসার সাথে সাথে পূর্ত দফতরে খবর পাঠানো হয়। টি ১১৯, ১২১ ও পি ১২২ এই তিনটি পিলারে ফাটল দেখা দিয়েছে।  বর্তমানে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার দীর্ঘতম এই উড়ালপুলটি। পূর্ত দফতরের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। শীঘ্র কাজ শেষ করার আশ্বাসও দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে পড়ে। এর ফলে বজবজ এলাকা সংক্রান্ত মানুষের তারাতলা পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। মাঝেরহাট ব্রিজ এখনও  তৈরি হয় নি। এর মধ্যে সম্প্রীতি উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ায় মানুষের নাজেহাল অবস্থা হবে।

সম্পর্কিত খবর