স্নানযাত্রার পরে জ্বরে কাবু প্রভু জগন্নাথ, এখন রথযাত্রায় রাজবেশে মাসির বাড়ি রওনা পালা

 

   

বাংলা হান্ট ডেস্ক : স্নানযাত্রার পর নাকি জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ।স্নানের পর তাই তাকে কম্বল জড়িয়ে গর্ভগৃহে রাখা হয়।এরপর বন্ধ রাখা হয় ১৫ দিন মন্দিরের দরজা।তারপর রথযাত্রার ঠিক আগের দিন রাজবেশে সাজানো হয় বিগ্রহ এবং জগন্নাথ দেব পাড়ি দেন মাসির বাড়ি।

 

প্রসঙ্গত প্রভুর সাথে রাজার বেশে মাসির বাড়ি পাড়ি দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা…।তাই স্নানযাত্রা শেষে এবার ভক্তদের অধীর অপেক্ষা রথযাত্রার জগন্নাথদেবের স্নানযাত্রা শুরু হওয়ায়,স্নানযাত্রা এবং রথযাত্রায় পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তের ঢল চোখে পড়ার মত ৷

তার ওপর এই বছর ৬২৩ তম বর্ষে মাহেশের স্নানযাত্রা ৷ গঙ্গাজল, দুধ, ফলের রস, দিয়ে স্নান করানো হয় ৷সে এক দেখবার মত বিষয়। রথযাত্রায় রাজবেশে মাসির বাড়ি রওনার জন্য ভক্তকুল এখন অপেক্ষায়৷

সম্পর্কিত খবর